Tuesday, December 2, 2025

সোমালিয়ায় আত্মঘাতী বোমা হামলায় ছিন্নভিন্ন ১৫ সেনার দেহ

Date:

Share post:

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে সেনাবাহিনীর একটি প্রশিক্ষণ শিবিরে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় অন্ততপক্ষে ১৫ জন সেনা সদস্য প্রাণ হারিয়েছেন। গুরুতর জখম আরও বেশ কয়েকজন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সেনা আধিকারিকরা। এখনও পর্যন্ত হামলার দায় কোনও জঙ্গি সংগঠন স্বীকার করেনি। তবে কুখ্যাত জঙ্গি সংগঠন আল কায়েদার সঙ্গে জড়িত আল শাবাবের জঙ্গিরা হামলার পিছনে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।

গত দেড় বছরের মধ্যে এটাই ভয়াবহ হামলা বলে জানিয়েছেন দেশটির সেনা আধিকারিক মোহাম্মেদ আদান।
জানা গিয়েছে, মঙ্গলবার সকালে সোমালিয়ার রাজধানী মোগাদিসুর জেনারেল ধেগোবাদান সেনা প্রশিক্ষণ শিবিরে আত্মঘাতী বোমার হামলা চালানো হয়। ওই শিবিরে সেনাবাহিনীতে সদ্য নিয়োগ পাওয়া সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রশিক্ষণের সময়ে ছদ্মবেশে থাকা বেশ কয়েকজন আত্মঘাতী হামলা চালায়। বিস্ফোরণের বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। ছিন্নভিন্ন হয়ে যায় ১৫ সেনার দেহ। অধিকাংশই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন । প্রাণভয়ে অনেককে দৌড়াদৌড়ি করতে দেখা যায় । বিস্ফোরণের পরেই আহত ও নিহত সেনা সদস্যদের দেহ উদ্ধার করে রাজধানীর মদিনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ।

গত কয়েক মাস ধরেই সোমালিয়ায় লাগাতার আত্মঘাতী হামলা চলছে। বেশ কয়েকটি হোটেল ও পুলিশ-সেনার চেকপোস্টেও হামলা চালানো হয়। ২০১৯ সালের ডিসেম্বরে সিটি সেন্টারের একটি চেকপয়েন্টে আত্মঘাতী গাড়ি বোমা হামলার ঘটনায় ৮১ জন নিহত হয়েছিলেন । গত বছরের ১১ অগস্ট একটি হোটেলে হামলার ঘটনায় ১১ জন প্রাণ হারান।

spot_img

Related articles

বুধেই ভাগ্য নির্ধারণ! বাংলাদেশে বসে ফেরার অপেক্ষায় অন্তঃসত্ত্বা সোনালি

বাংলাদেশে নির্দোষ প্রমাণিত হয়েছেন। ফলে জেলমুক্তি ঘটেছে। কিন্তু নিজের দেশে, নিজের ঘরে ফেরা কবে? আজও জানেন না বীরভূমের...

প্রশাসনিক গতি ফেরাতে যাদবপুরে দুই মাসের অস্থায়ী রেজিস্ট্রার সেলিম বক্স মন্ডল

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজকর্ম দীর্ঘদিন ধরে রেজিস্ট্রার শূন্য থাকার কারণে বিঘ্নিত হচ্ছিল। কর্মসমিতির বৈঠক হলেও রেজিস্ট্রার অনুপস্থিত থাকায়...

শিল্প সম্মেলন থেকে কনক্লেভ: শিল্পের উন্নয়ন-খতিয়ানের সঙ্গে সূচি প্রকাশ মুখ্যমন্ত্রীর

কেন্দ্রের নির্দেশে নির্বাচন কমিশনের চাপিয়ে দেওয়া এসআইআর-এর কারণে নাজেহাল প্রশাসনিক আধিকারিকরা। শহর থেকে প্রত্যন্ত এলাকায় ভোটার তালিকা তৈরির...

বিবাদিবাগে সরে যাচ্ছে সিইও দফতর, ভোটের আগেই নজরদারিতে কড়াকড়ি

চলতি মাসের মধ্যেই নতুন দফতরে সরে যাচ্ছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) অফিস। কমিশন সূত্রে খবর, বিবাদিবাগে শিপিং...