Friday, December 19, 2025

শর্ত সাপেক্ষে চারধাম যাত্রায় ছাড়পত্র, খুলে যাচ্ছে তাজমহল, হিমাচলে পর্যটকের ঢল

Date:

Share post:

দেশজুড়ে করোনার দ্বিতীয় ঢেউয়ে অনেকটাই ভাটা পড়েছে। কমেছে সংক্রমণ, মৃত্যুর মিছিল। বিভিন্ন রাজ্য লকডাউন শিথিলের পথে হাঁটছে। যদিও সচেতন ও সতর্ক থাকছে প্রশাসন।

এবার শর্ত সাপেক্ষে চারধাম যাত্রায় ছাড়পত্র দিল উত্তরাখণ্ড সরকার। তবে একমাত্র স্থানীয় পর্যটকরাই এখন যেতে পারবেন। তাঁদের হাতে থাকতে হবে আরটিপিসিআরের নেগেটিভ রিপোর্ট। স্থানীয়দের আরটি-পিসিআর রিপোর্ট নেগেটিভ হলে তাঁরা চারধাম যাত্রার অনুমোদন পাবেন। কোন কোন জেলার বাসিন্দারা এই ছাড়পত্র পাবেন, তাও স্পষ্ট করা হয়েছে সরকারের তরফে। বহিরাগতদের জন্য চারধামের দরজা অবশ্য এখনই খুলছে না। পাশাপাশি, আরও এক সপ্তাহের জন্য বলবৎ থাকছে কোভিড-কারফিউ। আগামী ২২ জুন পর্যন্ত তা বাড়ানো হয়েছে।

অন্যদিকে, তাজমহল-সহ কেন্দ্রীয় সরকারের সংরক্ষিত সব স্থাপত্য ও ভাস্কর্য ১৬ জুন থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে। কোভিড পরিস্থিতিকে সামনে রেখে কেন্দ্রীয় পুরাতত্ত্ব বিভাগের (এএসআই) আওতাধীন দর্শনীয় স্থানগুলি বন্ধ রাখা হয়েছিল। ১৬ জুনের পর থেকে ওই স্থানগুলি খুলে দেওয়া হবে বলে বিবৃতি দেওয়া হয়েছে। নয়া এই নির্দেশিকায় বলা হয়েছে, গোটা দেশের ৩ হাজার ৬৯৩টি স্থাপত্য এবং ৫০টি মিউজিয়াম ১৬ জুন থেকে খুলে যাবে। তবে দর্শনীয় স্থানে প্রবেশের জন্য অনলাইনে টিকিট বুক করতে হবে। দর্শনার্থীদের ক্ষেত্রে কোভিড বিধিনিষধ চালু থাকবে।

এদিকে পর্যটক টানতে করোনা সংক্রান্ত বিধিনিষেধ শিথিল করার কথা ঘোষণা করেছে হিমাচলপ্রদেশ সরকার। নতুন নির্দেশিকায় বলা হয়েছে, রাজ্যে ঘুরতে গেলে এখন কোভিড নেগেটিভ শংসাপত্র বাধ্যতামূলক নয়। এটা জানার পরেই পর্যটকের ঢল নেমেছে হিমালয়ের এই রাজ্যে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, রাজ্যের অভিমুখে রওনা হয়েছে বহু গাড়ি। গাড়ির চাপে পারওয়ানোতে রাস্তায় যানজট দেখা গিয়েছে। সেখানে দাঁড়িয়ে রয়েছে সার সার গাড়ি। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ৩৬ ঘণ্টায় সিমলা শহরে ঢুকেছে প্রায় পাঁচ হাজার গাড়ি। পুলিশের পক্ষ থেকে পর্যটকদের মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব বজায় রাখার আবেদন জানানো হয়েছে। ৫০ শতাংশ যাত্রী নিয়ে ভিনরাজ্যের যানবাহন হিমাচলপ্রদেশে ঢুকতে পারবে। এই সমস্ত যানবাহনের ক্ষেত্রে কোভিড ই-পাস লাগবে বলেও জানানো হয়েছে।

spot_img

Related articles

বাংলায় আবার নিশ্চয়ই মমতার সরকার হবে, বাঙালিরাই দেশের ভবিষ্যৎ বলে দেয়: সংসদ চত্বরে সরব জয়া

তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে দীর্ঘদিন সুসম্পর্ক সমাজবাদী পার্টির (SP) রাজ্যসভার (RajyaSabha) সাংসদ...

মেসি ইভেন্টের আর্থিক তদন্তে ইডি, শতদ্রুর বাড়িতে পুলিশের হানা

মেসি ইভেন্টে বিশৃঙ্খলা কাণ্ডে তদন্তে ইডি(ED )। শতদ্রু দত্তের অ্যাকাউন্টে কোটি কোটি টাকার লেনদনের তদন্ত করবে কেন্দ্রীয় সংস্থা।...

দ্বিতীয় বৈঠকেও কাটল না চিংড়িঘাটার মেট্রো জট

দ্বিতীয় বৈঠকের পরেও চিংড়িঘাটা মেট্রো জটিলতায় মিলল না কোনও সমাধান সূত্র। কলকাতা হাই কোর্টের (Kolkata High Court) নির্দেশে...

লোকপালের সিদ্ধান্ত ত্রুটিপূর্ণ, মহুয়ার বিরুদ্ধে CBI চার্জশিটের নির্দেশ খারিজ দিল্লি হাইকোর্টের

‘ঘুষের বিনিময়ে প্রশ্ন’ মামলায় (Cash for query) চার সপ্তাহের মধ্যে সিবিআই চার্জশিট সংক্রান্ত লোকপালের নির্দেশ খারিজ করে দিল...