মধ্যবিত্তের মুখে হাসি ফুটিয়ে কমতে চলেছে ভোজ্য তেলের দাম

সুখবর! সস্তা হতে চলেছে ভোজ্য তেল। গত চারদিনে ১৫ শতাংশ সস্তা হয়েছে রান্নার তেল। তাই নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। আশা করা হচ্ছে, আগামী কয়েকদিনে প্রতি লিটার তেলে আরও ৪০ থেকে ৫০ টাকা সস্তা হতে চলেছে ভোজ্য তেল।
কিন্তু কেনই বা ভোজ্য তেলের দাম এতটা বৃদ্ধি পেয়েছিল? সে প্রশ্নের উত্তরে ফেডারেশন অফ অল ইন্ডিয়া ওয়েল ট্রেডারস-এর সভাপতি শঙ্কার ঠাক্কর জানিয়েছেন, আমেরিকা, মালেয়েশিয়া এবং ইন্দোনেশিয়ায় তেলের উৎপাদন কম হওয়ায় যোগান অনেকটাই কমে গিয়েছিল। এছাড়াও কিছু দেশে আবহাওয়ার জেরে ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে দেশের শস্য। স্বভাবতই চড়চড়িয়ে বাড়ছিল ভোজ্য তেলের দাম। কিন্তু এবার স্বস্তি দিয়ে খুব তাড়াতাড়িই কমতে চলেছে ভোজ্য তেলের দাম।

Previous articleভারতীয় ভূখণ্ডে কীভাবে প্রবেশ হানের? পুনর্নির্মাণ করলেন তদন্তকারীরা
Next articleমা হাসপাতালে চিকিৎসাধীন, দেখা করলেন পুত্র অভিষেক