বেলাশেষে জীবনের রঙ্গমঞ্চ থেকে বিদায় স্বাতীলেখার

স্বাতীলেখা সেনগুপ্ত

প্রয়াত অভিনেত্রী স্বাতীলেখা সেনগুপ্ত। কিডনি বিকল হয়ে মৃত্যু হয়েছে অভিনেত্রীর। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন অভিনেত্রী। প্রায় ২৫ দিন ধরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। আজ লড়াই শেষ হল তাঁর। বুধবার দুপুরে হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন নাট্যব্যক্তিত্ব স্বাতীলেখা সেনগুপ্ত। মৃত্যুকালে অভিনেত্রীর বয়স হয়েছিল ৭১ বছর।

আরও পড়ুন-আবহাওয়া খারাপ: আজ চেন্নাই নিয়ে যাওয়া যাচ্ছে না মুকুল-জায়াকে

সত্যজিৎ রায়ের ‘ঘরে বাইরে’ সিনেমাটির ‘বিমলা’ চরিত্রটিতে অভিনয় করতে দেখা গিয়েছিল তাঁকে। নান্দীকার নাট্য দলের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন স্বাতীলেখা সেনগুপ্ত। পরবর্তীকালে প্রযোজক-পরিচালক নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘বেলাশেষে’ ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি।

Previous articleহাঙ্গেরি ম‍্যাচে একাধিক রেকর্ড গড়লেন রোনাল্ডো
Next articleকেন্দ্রের তরফে বিনামূল্যে ভ্যাকসিন: বরাত বাতিল করল রাজ্য