Thursday, August 28, 2025

মানুষের পাশে দ্রুত পৌঁছতে টোটো কিনলেন ব্যতিক্রমী বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী

Date:

তিনি রিকশা চালাতেন। এখন তৃণমূলের বিধায়ক। কিন্তু জীবনযাত্রায় কোনও বদল আসেনি৷

আজও বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী মিশে আছেন মাটির সঙ্গেই৷

কোভিড অতিমারি বা ইয়াস ঝড়ের তাণ্ডবে তাঁর এলাকার প্রতিটি বিপন্ন মানুষের কাছে ছুটে বেড়াচ্ছেন তিনি, মানুষের পাশে দাঁড়াতে। আর এবার থেকে আরও দ্রুত মানুষের কাছে পৌঁছাতে রিকশার বদলে টোটো কিনে নিলেন মনোরঞ্জন ব্যাপারী। টোটোতে বসা ছবি ফেসবুকে শেয়ার করে তিনি লিখেছেন, “আপনাদের বিধায়ক, আপনাদের সেবক। এতদিনে তার আপনাদের আশীর্বাদে, দয়া আর দানে একটা নিজের বাহন হল। যেকোনও দিন, যেকোনও সময় এই বাহন বিধায়ককে নিয়ে পৌঁছে যাবে আপনার দরজায়।”

মনোরঞ্জনবাবু নিজেই একসময় বলেছিলেন, “তার রিকশায় একদিন উঠেছিলেন ‘হাজার চুরাশির মা’ মহাশ্বেতা দেবী। জিজ্ঞেস করেছিলেন ‘জিজীবিষা’ শব্দের অর্থ৷ আর এরপরই মনোরঞ্জন ব্যাপারী যেন অন্য মানুষ হয়ে ওঠেন৷ হয়ে ওঠেন বাংলার ‘দলিত লেখক’। রিকশাচালক থেকে সাহিত্যিক হওয়া এই মনোরঞ্জন ব্যাপারীকেই এবার বলাগড় থেকে বিধানসভার প্রার্থী করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরিচিত হাফ শার্ট আর গলায় গামছা দিয়ে রিকশা চালিয়েই মনোনয়ন জমা দিতে গিয়েছিলেন তিনি। যাত্রী বসার আসনে সাজানো ছিল তাঁর লেখা ২১ টি গ্রন্থ। রিকশা চালিয়ে তাঁর প্রচার পর্বও ছিলো নজর কাড়া৷ বলাগড় থেকে জয় ছিনিয়ে আনেন মনোরঞ্জন। আর তারপর থেকেই জনপ্রতিনিধি হিসাবে তিনি ছুটে বেড়াচ্ছেন মনোরঞ্জনবাবু৷ এই বিধায়ককে নিয়ে আজ গর্বিত বলাগড়৷

আরও পড়ুন-কেন্দ্রের তরফে বিনামূল্যে ভ্যাকসিন: বরাত বাতিল করল রাজ্য

এলাকার মানুষের পাশে আরও দ্রুত, আরও নিবিড়ভাবে দাঁড়ানোর লক্ষ্যেই এবার তিনি কিনে ফেললেন টোটো, যার সামনে লেখা, ‘বলাগড়ের বিধায়ক’৷

রাজনৈতিক ক্ষমতা লাভের পর ঝাঁ চকচকে এসইউভি কেনাই যেখানে দস্তুর, সেখানে টোটো কেনা মনোরঞ্জন ব্যাপারী ব্যতিক্রমী তো বটেই৷

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version