মুকুলের ছেড়ে যাওয়া দলীয় পদ পেলেন স্বপন দাশগুপ্ত

মুকুল রায়ের ছেড়ে যাওয়া পদ পেলেন স্বপন দাশগুপ্ত। বিজেপির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বৃহস্পতিবার জানিয়ে দেওয়া হল দলের নতুন সর্বভারতীয় সহ-সভাপতি স্বপন দাশগুপ্ত।

কেন স্বপন দাশগুপ্ত? বাংলায় বিধানসভা ভোটের সময়েই বিজেপি অনুভব করে, বাংলা,ত্রিপুরা বা অসমের মতো বাঙালি অধ্যুষিত রাজ্যগুলির জন্য সর্বভারতীয় বাঙালি মুখের অভাব। তাই মুকুল রায়ের দল ছাড়ার পর স্বপন দাশগুপ্তকে সামনে নিয়ে আসার চেষ্টা। স্বপনবাবু প্রাক্তন সাংবাদিক, তাত্ত্বিক নেতা এবং মোদি-শাহর ঘনিষ্ঠ। বিধানসভা ভোটে তারকেশ্বর কেন্দ্র থেকে লড়াই করে হেরে যান। স্বপনবাবু রাষ্ট্রপতি মনোনীত রাজ্যসভার সাংসদ ছিলেন। ভোটে লড়াই করতে গিয়ে রাজ্যসভার পদ থেকে পদত্যাগ করেন। হেরে যাওয়ার পর ফের তিনি মনোনীত হন রাজ্যসভায়।

আরও পড়ুন- বিজেপির “বঙ্গভঙ্গ” চক্রান্ত রুখতে এবার কোমর বেঁধে মাঠে নামছে তৃণমূলের সাংস্কৃতিক সেল