Saturday, November 8, 2025

অমিতের সঙ্গে বৈঠক সেরেই অধীরের বাড়িতে রাজ্যপাল, জল্পনা তুঙ্গে

Date:

Share post:

রাজ্যপাল জগদীপ ধনকড়ের দিল্লি যাত্রা নিয়ে রাজনৈতিক চাপানউতোর অব্যাহত । তাতে বাড়তি মাত্রা দিল প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ।
দিল্লি যাওয়ার আগে রাজ্যপাল জানিয়েছিলেন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক করতে দিল্লি যাচ্ছেন । কিন্তু বাস্তবে দেখা গেল ঠিক তার বিপরীত চিত্র ।
প্রথমে সকালে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করেন।রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাষ্ট্রপতিকে একটি রিপোর্ট দেন তিনি৷ এমন কী, রাজ্যের পরিস্থিতি ব্যাখ্যা করে রাষ্ট্রপতির হস্তক্ষেপের অনুরোধও তিনি করেছেন বলেজানা গিয়েছে ৷
কয়লামন্ত্রী, সংস্কৃতিমন্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ করেন। এরপর বৃহস্পতিবার সন্ধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করে ভোট পরবর্তী হিংসা এবং রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রিপোর্ট জমা দেন রাজ্যপাল জগদীপ ধনখড়৷  দু’ মধ্যে প্রায় দু’ঘণ্টা কথা হয়৷ জানা গিয়েছে, রাজ্যপালের বক্তব্য শোনার পর তাঁকে বেশ কিছু প্রশ্নও করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷

দিল্লি পৌঁছেই জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের সঙ্গেও দেখা করেছিলেন রাজ্যপাল৷ এ দিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর রাতে রাজ্যপাল হঠাৎই প্রদেশ কংগ্রেস সভাপতি এবং সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর দিল্লির বাড়িতে যান৷ তখন নাইটড্রেসে দিল্লির বাড়িতে ছিলেন অধীর। সেখানেই হাজির হন মহামান্য রাজ্যপাল। অধীরবাবু অবশ্য পরে দাবি করেন, নিছক সৌজন্যমূলক সাক্ষাতেই এসেছিলেন রাজ্যপাল৷ সেভাবে কোনও রাজনৈতিক আলোচনাও হয়নি ।
অধীরবাবু জানান, উনি সস্ত্রীক এসেছিলেন৷ তবে কোনও রাজনীতির কথা হয়নি৷ সংসদ সহ নানা বিষয়ে কথা হয়েছে৷ অধীরবাবু যাই বলুন না কেন, প্রদেশ কংগ্রেস সভাপতির সঙ্গে রাজ্যপালের এই সাক্ষাৎ তার দিল্লি যাত্রা নিয়ে জল্পনা আরও উসকে দিল। দিল্লিতে গিয়ে দুয়ারে দুয়ারে ঘুরলেও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সবুজ সঙ্কেত এখনও পাননি জগদীপ ধনকড় ।

spot_img

Related articles

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

বঙ্গ রাজনীতিতে নতুন দল! চেয়ারম্যান হিসাবে নিজের নাম ঘোষণা হুমায়ুন কবীরের

বারবার দল বিরোধী কথাবার্তা। দলের পদক্ষেপ নিয়ে প্রকাশ্যে সমালোচনা। এবার মুখোশ খুলল হুমায়ুন কবীরের। তিনি এবার নিজেই দল...