Sunday, December 7, 2025

অমিতের সঙ্গে বৈঠক সেরেই অধীরের বাড়িতে রাজ্যপাল, জল্পনা তুঙ্গে

Date:

Share post:

রাজ্যপাল জগদীপ ধনকড়ের দিল্লি যাত্রা নিয়ে রাজনৈতিক চাপানউতোর অব্যাহত । তাতে বাড়তি মাত্রা দিল প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ।
দিল্লি যাওয়ার আগে রাজ্যপাল জানিয়েছিলেন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক করতে দিল্লি যাচ্ছেন । কিন্তু বাস্তবে দেখা গেল ঠিক তার বিপরীত চিত্র ।
প্রথমে সকালে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করেন।রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাষ্ট্রপতিকে একটি রিপোর্ট দেন তিনি৷ এমন কী, রাজ্যের পরিস্থিতি ব্যাখ্যা করে রাষ্ট্রপতির হস্তক্ষেপের অনুরোধও তিনি করেছেন বলেজানা গিয়েছে ৷
কয়লামন্ত্রী, সংস্কৃতিমন্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ করেন। এরপর বৃহস্পতিবার সন্ধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করে ভোট পরবর্তী হিংসা এবং রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রিপোর্ট জমা দেন রাজ্যপাল জগদীপ ধনখড়৷  দু’ মধ্যে প্রায় দু’ঘণ্টা কথা হয়৷ জানা গিয়েছে, রাজ্যপালের বক্তব্য শোনার পর তাঁকে বেশ কিছু প্রশ্নও করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷

দিল্লি পৌঁছেই জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের সঙ্গেও দেখা করেছিলেন রাজ্যপাল৷ এ দিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর রাতে রাজ্যপাল হঠাৎই প্রদেশ কংগ্রেস সভাপতি এবং সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর দিল্লির বাড়িতে যান৷ তখন নাইটড্রেসে দিল্লির বাড়িতে ছিলেন অধীর। সেখানেই হাজির হন মহামান্য রাজ্যপাল। অধীরবাবু অবশ্য পরে দাবি করেন, নিছক সৌজন্যমূলক সাক্ষাতেই এসেছিলেন রাজ্যপাল৷ সেভাবে কোনও রাজনৈতিক আলোচনাও হয়নি ।
অধীরবাবু জানান, উনি সস্ত্রীক এসেছিলেন৷ তবে কোনও রাজনীতির কথা হয়নি৷ সংসদ সহ নানা বিষয়ে কথা হয়েছে৷ অধীরবাবু যাই বলুন না কেন, প্রদেশ কংগ্রেস সভাপতির সঙ্গে রাজ্যপালের এই সাক্ষাৎ তার দিল্লি যাত্রা নিয়ে জল্পনা আরও উসকে দিল। দিল্লিতে গিয়ে দুয়ারে দুয়ারে ঘুরলেও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সবুজ সঙ্কেত এখনও পাননি জগদীপ ধনকড় ।

spot_img

Related articles

মুখ্যমন্ত্রীর উদ্যোগে লোকগ্রাম মুখরিত, শুরু লোকসংস্কৃতি কেন্দ্রের প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব

রাজ্যের লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতিকে আরও উজ্জ্বল করে তোলার লক্ষ্যে লোকগ্রামে শুরু হল লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্রের...

‘পুরুষের গর্ভে’, উৎপল সিনহার কলম

টেনিদা যখন গড়গড়ির নলটা মুখে পুরে বসে আছে , আর সিন্ধুঘোটক যেন ' অর্ডার অর্ডার ' বলে চেঁচাচ্ছে...

কলকাতা ম্যারাথনের মুখ কেনি বেডনারেক, রাজপথে দৌড়াবেন জীবন যুদ্ধে জয়ীরাও

বিগত ৯ বছর ধরেই শীতের কলকাতার মেগা ইভেন্টের নাম টাটা স্টিল ম্যারাথন(kolkata marathon)। আগামী ২১ ডিসেম্বর কলকাতার রাজপথে...

ডায়মন্ডহারবার মডেল অনুসরণ করেই এগোতে চায় হাওড়া-হুগলি ওয়ারিয়ার্স

মাত্র কয়েক দিনের অপেক্ষা, তারপরই শুরু বেঙ্গল সুপার লিগ। তার আগে শনিবার  হাওড়া-হুগলি ওয়ারিয়ার্স দলের(Howrah Hooghly Warriors )জার্সি...