Monday, August 25, 2025

ক্ষমা চাওয়ার পরও মিলছে না রেহাই, এবার ছত্তিশগড়ে রামদেবের বিরুদ্ধে এফআইআর

Date:

অ্যালোপ্যাথি বিতর্ক পিছু ছাড়ছে না রামদেবের। করোনাকালে এবার ভুয়ো তথ্য ছড়ানোর অভিযোগে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের ছত্রিশগড় শাখার অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের হলো রামদেবের বিরুদ্ধে। এফআইআর-এ পুলিশের তরফে জানানো হয়েছে রামদেবের দায়িত্বজ্ঞানহীন মন্তব্য বহু সাধারণ মানুষের জীবনকে বিপদের মুখে ঠেলে দিয়েছে এবং করোনাকালে প্রশাসনের যে নিয়ম ছিল, তা অমান্য করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৬ মে রামদেবের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করে চিকিৎসক মহল। অভিযোগ ছিল করোনা সংক্রমনের এই পরিস্থিতিতে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের তবে যে ওষুধগুলো ব্যবহারের কথা বলা হয়েছে তা সম্পর্কে ভুয়ো তথ্য প্রচার করেছেন রামদেব। অভিযোগপত্রে আরও বলা হয়, যে সময়ে চিকিৎসক মহল করোনার বিরুদ্ধে দিনরাত লড়াই চালাচ্ছেন, সেই সময়ে এই মন্তব্য করা হচ্ছে, যা অত্যন্ত অবমাননাজনক।

আরও পড়ুন: মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের মূল্যায়ন কীভাবে? আজ ঘোষণা রাজ্যের

উল্লেখ্য, গত মে মাসে সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যায় আধুনিক চিকিৎসা বিজ্ঞানের ‘বোকা’ বলে উল্লেখ করেছেন রামদেব। রেমডেসিভির ও ফ্যাবিফ্লু-র মতো ওষুধ করোনা মোকাবিলায় ব্যর্থ বলেও দাবি করেন তিনি। এরপরই শুরু হয় বিতর্ক। দেশের নানা প্রান্তে রামদেবের বিরুদ্ধে দায়ের হয় অভিযোগ। প্রবল চাপের মুখে পড়ে শেষ-মেষ নিজের মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে নেন রামদেব।

Related articles

মহারাষ্ট্র পুলিশের বেপরোয়া অত্যাচার! প্রাণ গেল আরও এক বাংলার শ্রমিকের

মাত্র চার দিনে মহারাষ্ট্র পুলিশের এত অত্যাচার যে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল বাংলার পরিযায়ী শ্রমিক গোলাম মন্ডলকে। কিছুটা...

পুণ্যের টানে ৬১জন একই ট্রাক্টরে! ট্রাকের ধাক্কায় যোগীরাজ্যে মৃত ৮

একটি ট্রাক্টরে একসঙ্গে ৬১ জন। সকলেই পুণ্যার্থী। উত্তর প্রদেশ থেকে রাজস্থানে পুণ্য লাভের আশায় যাওয়ার পথে ট্রাক্টরে ট্রাকের...

মহিলা সংঘের ভোটে বিপুল জয় তৃণমূলের, অন্য সমিতিতে জিতেই নন্দীগ্রামে ‘তাণ্ডব’ বিজেপির!

নন্দীগ্রামের সমবায় নির্বাচনে একদিকে নাটশাল–১ মহিলা সংঘে বিপুল জয় পেল তৃণমূল, অন্যদিকে বিরুলিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির বোর্ড...

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...
Exit mobile version