শনিবার ভোররাতে কোপা আমেরিকা ( copa America )দ্বিতীয় ম্যাচে খেলতে নামছে আর্জেন্তিনা( Argentina )। প্রতিপক্ষ উরুগুয়ে(Uruguay)।

শনিবার মেসিদের( Lionel Messi) প্রতিপক্ষ লুইজ সুয়ারেজের(Luis Suarez) দল। চলতি কোপা আমেরিকায় প্রথম ম্যাচ খেলতে নামছে তারা। আর্জেন্তিনার বিরুদ্ধে প্রথম ম্যাচে জয় চাইছে উরুগুয়ে। তবে উরুগুয়ে বরাবরই আর্জেন্তিনার কাছে কঠিন গাঁট। ২০১৯ সালে শেষ বার মুখোমুখি হয়েছিল দুই দল। সেই প্রীতি ম্যাচ ২-২ ড্র হয়েছিল। এদিকে উরুগুয়ের বিরুদ্ধে জয় চাইছে মেসির দল। প্রথম ম্যাচে চিলির সঙ্গে ১-১গোলে ড্র করেছিল তারা। পরবর্তী পর্বে যেতে হলে এই ম্যাচে জয় ছাড়া গতি নেই মেসির দলের। তাই সুয়ারেজদের বিরুদ্ধে জিতে পরবর্তী পর্বের রাস্তা খোলা রাখতে চাইছে আর্জেন্তিনা।

আরও পড়ুন:টোকিও অলিম্পিক্সের জন্য ঘোষণা করা হল ভারতের পুরুষ এবং মহিলা হকি দল
