সুখবর! আগামীকাল থেকেই গড়াবে মেট্রোরেলের চাকা। খুব কম সংখ্যায় হলেও লকডাউনের সবরকম বিধিনিষেধ মেনে মেট্রোরেলের ক্ষেত্রে আংশিক ছাড়ের অনুমতি মিলল। মেট্রোরেল সূত্রের খবর, সকাল ৯টা থেকে বিকেল ৬টা পর্যন্ত মোট ২০টি ট্রেন চলবে। আধঘণ্টা অন্তর ট্রেন চালানো হবে বলে খবর।

জানা গিয়েছে, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত প্রতিদিন ট্রেন চালানো হবে। আপাতত সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত প্রতি আধ ঘণ্টা অন্তর দু’প্রান্তের দুটি স্টেশন থেকে ট্রেন ছাড়বে। ফের বিকেল ৪টে থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত একইভাবে আধঘণ্টা অন্তর অন্তর মেট্রো চলবে।তবে মেট্রোতে চড়তে গেলে স্মার্ট কার্ড থাকা জরুরি।

