বৃষ্টির জন‍্য বাতিল হল বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ফাইনালের প্রথম দিনের ম‍্যাচ

বৃষ্টির জন‍্য বাতিল হল বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ফাইনালের( world test championship final) প্রথম দিনের ম‍্যাচ। সন্ধ্যায় আইসিসির( icc) তরফ থেকে জানানা হয় এই কথা।

শুক্রবার সাউদাম্পটনে ছিল বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপের প্রথমদিন। কিন্তু আপামর ক্রিকেটপ্রেমীর উৎসাহে বাধ সাধল বৃষ্টি। ভিলেন বৃষ্টির কারণে সাউদাম্পটনে গড়াল না একটি বলও। হল না টসও। সকাল থেকে নাগাড়ে বৃষ্টি চলেছে সাউদাম্পটনে। মাঝে কিছু সময় থামলেও আবার শুরু হয় বৃষ্টি। যার ফলে দিনভর পর্যবেক্ষণ করে অবশেষে প্রথম দিনের ম‍্যাচ বাতিল করার সিদ্ধান্ত নেয় আম্পায়াররা।

আইসিসির (ICC) তরফ থেকে এদিন জানিয়ে দেওয়া হয়েছে, আজ আর ম্যাচ শুরু করা সম্ভব হচ্ছে না। শনিবার ম্যাচ শুরু করার কথা বলা হয়েছে। তবে আগামীকাল ৯৮ ওভার খেলা হওয়ার কথা জানানো হয়েছে। ভারতীয় সময় বিকেল ৩টে থেকে ম্যাচ শুরু হবে।

বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ফাইনালের পাঁচ দিনই রয়েছে  বৃষ্টির পূর্বাভাস । সেই কারণে একদিন রিজার্ভ ডে ও রাখা হয়েছে। কিন্তু প্রথম দিনের খেলা না হওয়ায় মন খারাপ আপামর ক্রিকেট প্রেমীর।

আরও পড়ুন:কোপা আমেরিকার দ্বিতীয় ম‍্যাচে সুয়ারেজদের বিরুদ্ধে জয় চাইছে মেসির দল

Previous articleসুইস ব্যাংকে বাংলাদেশিদের ৫২৯১ কোটি টাকা
Next articleশতাব্দী প্রাচীন কলকাতা স্টক এক্সচেঞ্জ সরাতে চাইছে কেন্দ্র, প্রতিবাদে চিঠি অমিত মিত্রের