পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হল প্রয়াত মিলখা সিং এর শেষকৃত‍্য

শনিবার বিকেলে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হল প্রয়াত মিলখা সিং (milkha singh) এর শেষকৃত‍্য। গান স‍্যালুটে বিদায় জানান হল উড়ন্ত শিখকে। মিলখার শেষকৃত‍্যের সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরন রিজিজু। উপস্থিত ছিলেন পাঞ্জাবের রাজ্যপাল ভি পি সিং বাদনোর, পাঞ্জাবের অর্থমন্ত্রী মনপ্রীত সিং বাদল, হরিয়ানা ক্রীড়ামন্ত্রী সন্দীপ সিং।

শুক্রবার রাতে শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন মিলখা সিং। তারপরেই ক্রীড়া জগতে নেমে আসে শোকের ছায়া। শনিবার বিকেলে শেষকৃত‍্য সম্পন্ন হয় মিলখা সিং এর। একেবারে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায়  সম্পন্ন তাঁর শেষকৃত‍‍্য।

মিলখার প্রয়াণে এক দিন শোকদিবস পালন করা সিদ্ধান্ত নেয় পাঞ্জাব সরকার। ওই দিন ছুটিও ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন:শনিবার সাউদাম্পটনে অনন্য নজির গড়লেন কোহলি, টপকে গেলেন ধোনিকে