কাঁথিতে দারুয়া খড়কি সুন্নী জামে মসজিদে টিকাকরণ শিবির

কোভিড সংক্রমণের হাত থেকে রক্ষার একমাত্র পথ টিকাকরণ, বলছেন বিশেষজ্ঞরা। এবং সেই পথেই রাজ্য সরকার বিভিন্ন জায়গায় টিকাকরণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে। এবার সেই টিকাকরণ কর্মসূচিতে এগিয়ে এলো পূর্ব মেদিনীপুরের উত্তর দারুয়া খড়কি সুন্নী জামে মসজিদ। ওই টিকাকরণ শিবিরের সূচনা করেন রাজ্যের মৎসমন্ত্রী অখিল গিরি। উপস্থিত ছিলেন মহকুমাশাসক, বিধায়ক উত্তম বারিক, ড: অনুতোষ পট্টনায়েক সহ বিশিষ্টরা।
কন্টাই লায়ন্স ক্লাবের সভাপতি সুস্মিত মিশ্রের সহযোগিতায় টিকাকরণ কর্মসূচির উদ্যোগ নেন উত্তর দারুয়া মসজিদের মোতাওয়াল্লী আইনজীবী মনজুর রহমান খান ।

রবিবার শতাধিক মানুষকে করোনার টিকা দেওয়া হয়। মসজিদ কর্তৃপক্ষের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সবাই।

Previous articleটিভি দেখার সুযোগ মিলছে কারাবন্দিদের!
Next articleদ্বিতীয়বারের জন্য জাতিসংঘের মহাসচিব পদে দায়িত্ব নিলেন আন্তোনিও গুতেরেস