টিভি দেখার সুযোগ মিলছে কারাবন্দিদের!

ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জ

খায়রুল আলম (ঢাকা) : বাংলাদেশের সকল কারাবন্দিরা এখন থেকে টেলিভিশন দেখার সুযোগ পাবেন। আর এজন্য সকল কারাগারকে টেলিভিশন কেনার অনুমতি দিয়েছে কারা কর্তৃপক্ষ।

কারা অধিদফতরের এক বিবৃতিতে বলা হয়েছে, কারাগারে বন্দিদের একঘেয়েমি নিরসনে বিনোদন নিশ্চিত করা দরকার। এজন্য বন্দিদের বিনোদন নিশ্চিত করার জন্য স্থানীয় ব্যবস্থাপনায় ক্যান্টিন ফান্ড থেকে টেলিভিশন কেনার অনুমতি দেওয়া হচ্ছে। সূত্র বলছে, টেলিভিশন কেনার পর সব কারাগারে ওয়ার্ডে ওয়ার্ডে তা রাখা হবে। কারাগারে থেকেই বন্দিরা টেলিভিশন দেখার সুযোগ পাবেন।

এছাড়াও বন্দিরা কারাগারের ভেতর খেলাধুলার সুযোগ পেয়ে থাকেন।

Previous articleএবার কি তৃণমূলে যোগ দিচ্ছেন আলিপুরদুয়ারের বিজেপি জেলা সভাপতি?
Next articleকাঁথিতে দারুয়া খড়কি সুন্নী জামে মসজিদে টিকাকরণ শিবির