জল্পনা সত্যি করে তৃণমূলে ফিরলেন মুকুল-ঘনিষ্ঠ তপন

অবশেষে তৃণমূলে (Tmc) যোগ দিলেন মুকুল রায়-ঘনিষ্ঠ বিজেপি (Bjp) নেতা তপন সিনহা (Tapan Sinha)। রাজনৈতিক মহলে জল্পনা চলছিল বেশ কয়েকদিন ধরেই। মুকুল রায় (Mukul Ray) বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পরেই বেসুরো গাইছিলেন তপন সিনহাও। শনিবার, গোবরডাঙা টাউনহলে তৃণমূলের রাজনৈতিক সভায় যোগ দেন তিনি।

বনগাঁ সাংগঠনিক জেলা সহ সভাপতির পদে ছিলেন তপন। মুকুল রায়ের তৃণমূলে ফেরার দিনই ওই পদ থেকে ইস্তফা দেন তিনি। বিজেপিতে থেকে কাজ করতে পারছেন না বলায় তাঁর দলবদলের জল্পনা শুরু হয়। কারণ, মুকুলের হাত ধরেই ঘাসফুল ছেড়ে পদ্ম শিবিরে যোগ দিয়েছিলেন তিনি। অনেকে বলছেন, বৃত্ত সম্পূর্ণ হল।

তৃণমূল ভবনে দলে ফিরেই মুকুল রায় জানিয়েছিলেন, এখনও অনেকেই ফিরবেন। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, অনেকেই আসবেন। কিন্তু ‘গদ্দারদের’ জায়গা নেই। তবে ছেড়ে যাওয়ার পরেও তপন সিনহা সরাসরি তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে কুৎসা রটাননি। উল্টে বেশ কিছুদিন ধরেই স্থানীয় বিজেপি নেতাদের সঙ্গে তাঁর দূরত্ব বাড়ছিল বলে সূত্রের খবর। এই পরিস্থিতিতে তপন সিনহার তৃণমূলে ফেরাটা শুধু সময়ের অপেক্ষা মত রাজনৈতিক মহলের।

 

Previous articleদলের অন্দরে কোনও মতবিরোধ নেই, দাবি ত্রিপুরা বিজেপি সভাপতির
Next articleমালদহে চারজনকে খুনের তদন্তে নেমে উদ্ধার হল প্রচুর অস্ত্র, ধৃত আরও ২