দলের অন্দরে কোনও মতবিরোধ নেই, দাবি ত্রিপুরা বিজেপি সভাপতির

মুকুল রায় (Mukul Roy) বিজেপি (BJP) ছেড়ে তৃণমূল কংগ্রেসে (TMC) যোগদান করার পর থেকেই আলোচনায় উঠে এসেছে ত্রিপুরার (Tripura) রাজনীতি ৷ ওই রাজ্যের বিজেপিতে বেশ কয়েকজন মুকুল অনুগামী রয়েছেন ৷ তাই রাজনৈতিক মহলের একাংশের ধারণা, সেখানে বিজেপিতে ভাঙন স্রেফ সময়ের অপেক্ষা ৷যদিও দলের অন্দরে কোনও মতবিরোধ নেই বলে দাবি করেছেন ত্রিপুরা বিজেপির সভাপতি মানিক সাহা ৷ তাঁর দাবি, দলের মধ্যে কোনও বিরোধ নেই ৷ বরং দলের ভালর জন্য সবাই একসঙ্গে লড়াই করতে প্রস্তুত ৷
তিনি আরও বলেন, যদি দলের মধ্যে কোনও বিরোধ হয়ে থাকে, তবে আলোচনা করেই মিটিয়ে ফেলা হবে ৷ এখানে উল্লেখ করা প্রয়োজন যে একই কথা বলেছেন বিজেপির নেতা সুদীপ রায়বর্মনও ৷ তিনিও জানিয়েছে যে, কোনও সমস্যা থাকলে তা দলের মধ্যেই মিটিয়ে নেওয়া হবে ৷
এদিকে ত্রিপুরায় সাংগঠনিক আলোচনার জন্য গিয়েছিলেন বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক বি এল সন্তোষ এবং ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত নেতা ফণীন্দ্রনাথ শর্মা ৷ তাঁরা দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন ৷ ত্রিপুরা বিজেপির সভাপতি মানিক সাহার দাবি, ওই বৈঠকে সবাই একসঙ্গে লড়াই করার অঙ্গীকার করেছেন ৷

Previous articleটুইটারের পরে ফেসবুক: সশরীরে তলব আধিকারিকদের, প্রয়োজনে টিকা দেবে কমিটি
Next articleজল্পনা সত্যি করে তৃণমূলে ফিরলেন মুকুল-ঘনিষ্ঠ তপন