Saturday, August 23, 2025

কোভিডে মৃত্যুতে ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ অসম্ভব, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

Date:

Share post:

বিপর্যয় মোকাবিলা আইনে ভূমিকম্প বা বন্যার মত প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ দেওয়ার সংস্থান থাকলেও ওই একই যুক্তিতে কোভিড অতিমারিতে (covid pandemic) মৃত ৩ লক্ষ ৮৫ হাজারের বেশি মানুষকে ক্ষতিপূরণ (compensation) দেওয়া সম্ভব নয়। দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে এই দাবি অবাস্তব। সুপ্রিম কোর্টে (supreme court) সাফ জানিয়ে দিল কেন্দ্র (centre)। কোভিডে মৃতদের পরিবার পিছু ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে হওয়া এক জনস্বার্থ মামলায় সর্বোচ্চ আদালতে একথা জানিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের বক্তব্য, প্রত্যেক পরিবারকে সাহায্য করার সামর্থ্য সরকারের নেই। একইসঙ্গে কেন্দ্রের ব্যাখ্যা, শুধুমাত্র কোভিডের ক্ষেত্রে আর্থিক সাহায্য দিলে এবং অন্য রোগে মৃত্যুর ক্ষেত্রে তা না দেওয়া হলে অন্যায় ও বৈষম্য হবে। সম্প্রতি কোভিডে মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। বিচারপতি অশোক ভূষণ এবং বিচারপতি এমআর শাহের বেঞ্চে হওয়া শুনানিতে কেন্দ্রের বক্তব্য জানানোর জন্য সময় চেয়েছিলেন সলিসিটর জেনারেল তুষার মেহতা।

আরও পড়ুন-জল্পনা সত্যি করে তৃণমূলে ফিরলেন মুকুল-ঘনিষ্ঠ তপন

শনিবার এই বিষয়ে পেশ করা ১৮৩ পাতার হলফনামায় মোদি সরকার জানিয়েছে, দেশে কোভিডে আক্রান্ত হয়ে ৩ লক্ষ ৮৫ হাজারের বেশি মানুষ মারা গিয়েছেন। এই সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। কেন্দ্র যে মারাত্মক আর্থিক চাপের মধ্যে রয়েছে তাতে সকলকে আর্থিক সাহায্য দেওয়া আদৌ সম্ভব নয়। বর্তমান অতিমারি পরিস্থিতিতে সরকারের রাজস্ব আদায় কম হলেও জনকল্যাণমূলক খাতে অনেক বেশি পরিমাণ খরচ করা হচ্ছে। বিপর্যয় মোকাবিলা আইন অনুযায়ী, ক্ষতিপূরণ কেবল ভূমিকম্প বা বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে প্রযোজ্য। অতিমারির ব্যাপকতার কারণে এই আইন কোভিডের ক্ষেত্রে প্রয়োগ করা উচিত নয় বলেও দাবি কেন্দ্রের।

spot_img

Related articles

প্রকাশ্যে মদ্যপানের প্রতিবাদ করায় বেলঘরিয়ায় আক্রান্ত শিক্ষক

তাঁর অপরাধ কী? তিনি রাস্তার ধারে বসে থাকা কয়েকজন যুবক যুবতীকে মদ্যপান করতে দেখে প্রতিবাদ করেছিলেন। তাই রাস্তায়...

কাদের নিয়ে দুর্নীতি থামাবেন: বিজেপির চার মহারথীর তথ্য তুলে তুলোধনা তৃণমূলের

দুর্নীতি দমনে মোদির মিথ্যাচার বারবার ফাঁস করেছে তৃণমূলই। অথচ বারবার বিজেপির ওয়াশিং মেশিনে গিয়ে অন্য দলের নেতারা যেভাবে...

কালা আইনের জন্য JPC একটা নাটক: তৃণমূলের কেউ থাকবে না কমিটিতে

তৃতীয় মোদি সরকারের জমানায় যতগুলি আইন পাশের জন্য বিল এসেছে, বিরোধীদের চাপে পড়ে সেগুলি সংসদের যৌথ সংসদীয় কমিটিতে...

অসুস্থ রুক্মিণী, পাশে নেই দেব !

ভালো নেই টলিউডের 'বিনোদিনী'(Binodini)। গ্ল্যামার হারিয়ে চোখে মুখে শুধুই অসুস্থতার ছাপ। দশ বছর আগের ছবি মুক্তি ঘিরে প্রাক্তনের...