Monday, January 26, 2026

পদ্মা নয়, পুষ্টিতে সেরা মেঘনার ইলিশ

Date:

Share post:

বিশেষ প্রতিনিধি, বাংলাদেশ:

আমরা অধিকাংশই পদ্মার ইলিশের সুখ্যাতির কথা বলে থাকি। কিন্তু গবেষণা বলছে অন্য কথা। পদ্মা নয়, পুষ্টিতে সেরা মেঘনার ইলিশ। মেঘনার ইলিশ বছরের অগস্ট মাস থেকে নভেম্বর পর্যন্ত জেলেদের জালে ধরা পড়ে।

ন্যাশনাল ওশানিক অ্যান্ড অ্যাটমোস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশন থেকে দশ বছরের (১৯৯৮ থেকে ২০১৮ সাল পর্যন্ত) তথ্য নিয়ে গবেষণাটি পরিচালনা করেছেন একদল গবেষক। সর্বাগ্রে ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস বিভাগের অধ্যাপক শাহাদাত হোসেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেসের অধ্যাপক এস এম শরিফুজ্জামান জানিয়েছেন , আমরা গবেষণায় দেখতে পেয়েছি, পুষ্টিতে ভরা মেঘনার ইলিশ-ই সেরা। গত ২০২০ সালের মার্চে যুক্তরাষ্ট্রের নেচার পাবলিশিং গ্রুপের বিজ্ঞান সাময়িকী সায়েন্টিফিক রিপোর্টস এ বিষয়ে গবেষণাটি প্রকাশিত হয়।

‘প্রাইমারি প্রোডাক্টিভিটি কানেক্টস হিলশা ফিশারিজ ইন বে অব বেঙ্গল’ শীর্ষক ওই গবেষণা প্রতিবেদনে ইলিশের পুষ্টিগুণ ও ওজন বৃদ্ধি নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে ।

এতে বলা হয়েছে, মূলত সমুদ্রে থাকা অবস্থায় ইলিশের ওজন ও পুষ্টিগুণ কিছুটা কম থাকে। কারণ হিসেবে বলা হয়েছে, সেখানে প্রয়োজনীয় খাদ্য উদ্ভিদ ও প্রাণিকণা অনেকটাই কম থাকে। কিন্তু মেঘনা অববাহিকায় এর উপস্থিতি সবচেয়ে বেশি।

সাগর থেকে নদীতে আসার সময় ইলিশ স্রোতের উল্টো দিকে ঘণ্টায় ৭১ কিলোমিটার পর্যন্ত সাঁতার কাটে। যাওয়ার পথে শক্তি অর্জনের জন্য খাবারও গ্রহণ করে।
দেশে ইলিশের উৎপাদনের খুবই অল্প অংশ পদ্মা থেকে আসে বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে । পদ্মার এসব ইলিশ আকৃতিতে ছোট হয়। আর মেঘনা অববাহিকায় বড় ও পুষ্টিগুণসমৃদ্ধ ইলিশ পাওয়া যায়।

গবেষণাপত্রে বঙ্গোপসাগরের ৩৬ লাখ বর্গকিলোমিটার এলাকায় উদ্ভিদকণা ও প্রাণিকণার পরিমাণ বিশ্লেষণ করে বিশদ তথ্য তুলে ধরে বলা হয়েছে, জীববিজ্ঞানের প্রচলিত ধারণা অনুযায়ী বড় মাছ ছোট মাছকে খায়। কিন্তু ইলিশের খাদ্যতালিকা জুড়ে ৯৭ থেকে ৯৮ শতাংশই উদ্ভিদকণা রয়েছে। মেঘনা অববাহিকায় উদ্ভিদকনা বেশি পাওয়া যায়।
এ বিষয়ে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক ও ইলিশ গবেষক আনিসুর রহমান জানিয়েছেন, মেঘনা অববাহিকায় ইলিশের চলাচল বেশি দেখা যায়। মেঘনা মোহনা এবং সাগরে ইলিশ চলাচল করে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে। মূলত পদ্মাসহ আশপাশের নদীতে নাব্যতার সংকট থাকার কারণেই ইলিশ মেঘনাকে বেছে নেয়।

বাংলাদেশে যে পরিমাণ ইলিশ ধরা পড়ে, তার আর্থিক মূল্য দুই বিলিয়ন ডলার অর্থাৎ প্রায় ১৭ হাজার কোটি টাকা। বাংলাদেশের প্রায় পাঁচ লাখ জেলে ওই মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। সব মিলিয়ে প্রায় ২৫ লাখ মানুষের কর্মসংস্থান ইলিশ মাছের ওপর নির্ভরশীল।

spot_img

Related articles

মঞ্চে হেনস্থা মিমি চক্রবর্তীকে! পুলিশে অভিযোগ দায়ের করে সরব অভিনেত্রী

শিল্পীদের অবমাননার রীতি আবারও অপমানিত করল বাংলার কৃষ্টিকে। সঙ্গীত শিল্পীদের পরে এবার হেনস্থার শিকার অভিনেত্রী তথা প্রাক্তন সাংসদ...

বিশ্বকাপের আগে মেক্সিকোর স্টেডিয়ামে বন্দুকবাজের হামলা, প্রশ্নের মুখে নিরাপত্তা

কয়েক মাস পরই মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডার মতো মেক্সিকোতে (Mexico)বসছে ফুটবল বিশ্বকাপের(FIFA World Cup)  আসর। কিন্তু তার আগে সেই...

আনন্দপুরে বিধ্বংসী অগ্নিকাণ্ডে ৩জনের মৃত্যু! আরও শ্রমিকের আটকে থাকার আশঙ্কা, ঘটনাস্থলে অরূপ

আনন্দপুরের কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে( Massive fire in Anandapur factory) এখনও পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ভিতরে আরও...

SIR আতঙ্কের জেরে ফের মৃত্যুর অভিযোগ 

SIR প্রক্রিয়া শেষের পথে হলেও এই নিয়ে আতঙ্ক আর হয়রানির শেষ হয়নি(SIR DEATH)। শুনানির আতঙ্কের জেরে মৃত্যু মিছিল...