বেলেঘাটা আইডিতে নষ্ট হতে বসেছে প্রায় ১ কোটি টাকার ওষুধ!

বেলেঘাটা আইডিতে নষ্ট হতে বসেছে প্রায় ১ কোটি টাকার ওষুধ। কয়েক মাসের মধ্যেই মেয়াদ ফুরাবে ওষুধগুলির।করোনার প্রকোপে অন্যান্য অসুখের রোগীরা প্রায় ভর্তি হচ্ছে না বেলেঘাটা আইডি তে। আর তার জন্যই বেলেঘাটা আইডিতে নষ্ট হতে বসেছে এই বিপুল পরিমাণ ওষুধ ।

রবিবার বেলেঘাটা আইডি থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ১৩ রকমের ওষুধ পড়ে পড়ে নষ্ট হতে বসেছে। কোনওটার মেয়াদ বাকি আছে ১ মাস, কোনওটির ২ মাস। যার মোট মূল্য প্রায় ১ কোটি টাকা। কোনও সরকারি হাসপাতালের এই সব ওষুধের প্রয়োজন থাকলে সরাসরি বেলেঘাটা আইডি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
ওষুধের তালিকা প্রকাশিত হয়েছে স্বাস্থ্যদফতরের ওয়েবসাইটেও।

উল্লেখ্য, রাজ্যের সরকারি হাসপাতালগুলির ওষুধ ও ইঞ্জেকাশানের দায়িত্বে থাকে স্বাস্থ্য দফতর। আর সেই কারণেই ওষুধের নষ্ট হওয়া বা মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার মতো তথ্য ওয়েবসাইটে প্রকাশিত হয়।এখন দেখার কী হয় এই বিপুল পরিমান ওষুধের ভবিষ্যত।

Previous articleএক ঢিলে দুই পাখি: বঙ্গভঙ্গের অস্বস্তি কাটাতে এবার ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালনে সরব বিজেপি
Next articleমিলখা সিং এর মৃত্যুতে শোকের ছায়া নেমে আসল পাকিস্তানেও