Monday, November 3, 2025

‘বাংলা ভাগে’ সমর্থন নেই দিলীপের, তবে কার্যত বার্লারের পাশেই শুভেন্দু

Date:

Share post:

উত্তরবঙ্গকে পৃথক রাজ্য হিসেবে ঘোষণার দাবি তুলেছেন বিজেপি সাংসদ জন বার্লা(John barla)। তার এহেন দাবিতে রীতিমতো উত্তাল রাজ্য রাজনীতি। এই ধরনের মন্তব্যের তীব্র নিন্দা করেছে শাসক দল তৃণমূল। রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ(Dilip Ghosh) নিজেও বার্লারের মন্তব্যকে ব্যক্তিগত বলে জানিয়ে দিয়েছেন। তবে শুভেন্দু অধিকারীর(Suvendu Adhikari) গলায় এই ইস্যুতে বিপরীত সুর ধরা পড়ল। রবিবার দুপুরে বঞ্চনা ইস্যুতে কোচবিহারের সাংসদকে কার্যত সমর্থন জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

শনিবার বঙ্গভঙ্গের দাবি তুলে বিজেপি সাংসদ(BJP MP) জন বার্লা রীতিমতো সরব হয়ে ওঠার পর বিজেপিকে তুলনা করে রাজ্যের অন্যান্য রাজনৈতিক দলগুলি। পরিস্থিতি বেগতিক দেখে এরপর তড়িঘড়ি মাঠে নামেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন বিজেপি রাজ্য ভাগ চায় না। জন বার্লা যা মন্তব্য করেছেন তা একান্তই তাঁর ব্যক্তিগত এর সঙ্গে দলের কোনও যোগ নেই। তবে রাজ্য বিজেপি সভাপতি দলের সাংসদের বিরুদ্ধে সরব হয়ে উঠলেও গেরুয়া শিবিরের অন্দরে নানা মুনির নানা মত। বিজেপির একাংশ মনে প্রাণে চায় বাংলা ভাগ হোক। তবে সরাসরি এই মন্তব্য না করলেও এদিন কার্যত জন বার্লার পাশে দাঁড়াতে দেখা গেল সুভেন্দু অধিকারীকে।

আরও পড়ুন:মমতাকে ‘বাঘিনী’ বলে সম্বোধন করে মোদি-শাহকে জোর কটাক্ষ উদ্ধব ঠাকরের

রবিবার দুপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘রাজ্যভাগ নিয়ে কিছু বলছি না। সভাপতি যা বলেছেন সেটা পার্টির কথা। তবে উত্তরবঙ্গের বঞ্চনা নিয়ে জন বার্লা যা বলেছেন, সেই যন্ত্রণা আমাদের সকলের রয়েছে। জঙ্গলমহল থেকে সুন্দরবন সকলের এই যন্ত্রণা রয়েছে।’ শুধু তাই নয় তিনি তৃণমূলের বিরুদ্ধে সরব হয়ে বলেন, ‘দক্ষিন কলকাতার চারটে লোক গোটা পশ্চিমবঙ্গ চালাবে? আমরা কি বন্যার জলে ভেসে এসেছি? তাই জন বার্লার যন্ত্রণা, অভিমান আমাদের পশ্চিমাঞ্চলেরও রয়েছে।’ এদিকে দিলীপ শুভেন্দুর এই দু ধরনের মন্তব্য স্বাভাবিকভাবেই রাজ্য রাজনীতিতে বিতর্ক আরো উস্কে দিয়েছে। শাসক দলের তরফে বিজেপিকে রীতিমতো তোপ দেগে বলা হয়েছে, “বিজেপি মুখে বলে এক কাজে করে আর এক। এটা আজকের ঘটনা নয়, বিজেপি মুখে বলে ‘সবকা সাথ সবকা বিকাশ’। কিন্তু আসলে এরা একটি চরম সাম্প্রদায়িক দল। প্রবল বিতর্কের মাঝে পড়ে এখন ড্যামেজ কন্ট্রোল এর চেষ্টা হলেও আদতে তলে তলে রাজ্য ভাগের ষড়যন্ত্র করে চলেছে ওরা। যদিও তা কখনো সফল হবে না।”

 

spot_img

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...