Friday, August 22, 2025

রোজভ্যালি কাণ্ডে গৌতমপত্নী ঘনিষ্ঠ প্রাক্তন ইডি কর্তাকে তলব সিবিআই আদালতের

Date:

রোজভ্যালি কাণ্ডে(Rose valley fraud) তদন্ত প্রভাবিত হয়েছে আদালতের কাছে এমন অভিযোগ আগেই করেছিল সিবিআই(CBI)। গুরুতর এই অভিযোগের পর এবার রোজভ্যালি কাণ্ডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(enforcement director) মনোজ কুমারকে তলব করল সিবিআইয়ের বিশেষ আদালত(CBI special Court)। সোমবার আদালতে তাঁর সাক্ষী দেওয়ার কথা। এই অফিসারের বিরুদ্ধে অভিযোগ তিনি রোজভ্যালি কর্তা গৌতম কুন্ডু স্ত্রী শুভ্রার ঘনিষ্ঠ ছিলেন। শুধু তাই নয় তাঁর বিরুদ্ধে সাক্ষ্যপ্রমাণ নষ্ট করার মতো গুরুতর অভিযোগ ওঠে। যার জেরে আগেই তাঁকে গ্রেফতার করেছিল কলকাতার পুলিশ। কিন্তু জামিন পেয়ে বর্তমানে মনোজকুমার শুল্ক দফতরের বদলি।

উল্লেখ্য, রোজভ্যালি মামলা গৌতম কুন্ডু স্ত্রী শুভ্রাকে সম্প্রতি গ্রেফতার করেছে সিবিআই। তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি রোজভ্যালির টাকা আত্মসাৎ করেছেন এবং বিদেশে পাচার করেছেন। তবে করোনা পরিস্থিতিতে সম্প্রতি ওড়িশা হাই কোর্টের কাছে জামিনের আবেদন করেছিলেন শুভ্রা। তবে সেই জামিনের আবেদনের তীব্র বিরোধিতা করতে দেখা যায় সিবিআইকে। এমনকি সিবিআইয়ের হলফনামায় শুভ্রা ও মনোজের ঘনিষ্ঠতার কথা তুলে ধরা হয়। এবং সেই ঘটনার কথা উল্লেখ করে সিবিআই স্পষ্টভাবে জানিয়ে দেয় তদন্তকারীদের সঙ্গে ঘনিষ্ঠতার সূত্রে এই মামলার তদন্ত প্রভাবিত হয়েছে। গুরুতর এই অভিযোগের মাঝেই এবার প্রাক্তন ইডি কর্তাকে তলব করল বিশেষ সিবিআই আদালত।

 

Related articles

কৌশিকী অমাবস্যার প্রার্থনায় ফললাভ, তারাপীঠে লক্ষাধিক ভক্ত সমাগমে জোরদার নিরাপত্তা 

আদ্যাশক্তির বিশেষ প্রকাশে খুলে যাবে স্বর্গ নরকের দরজা! আজ কৌশিকী অমাবস্যায় (Kaushiki Amavasya) সাধক থেকে পুণ্যার্থী, পর্যটক থেকে...

মোদির কর্মসূচির আমন্ত্রণ পত্রে ‘বিরোধী দলনেতা’ শুভেন্দু-শমীক দুজনেই!

বাংলায় ভোটের আগে রাজনীতি করতে প্রায় দেড় যুগ আগে তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ঘোষিত রেল প্রকল্পের...

শুক্র-শনিতে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা, বন্ধ হতে পারে চারধাম যাত্রা!

রাত পেরিয়ে সকালেও কমল না দুর্যোগ। উত্তরাখণ্ডের অতি ভারী বৃষ্টির ব্যাহত চারধাম যাত্রা (Char Dham Yatra)। বৃহস্পতিবার একাধিক...

ভোটার তালিকায় কারচুপির অভিযোগে ৫ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

ভোটার লিস্টে (Voter list) অনিয়মের অভিযোগে ৫ আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিল রাজ্য। ২ জন ডব্লুবিসিএস অফিসার-সহ ৪...
Exit mobile version