Wednesday, May 21, 2025

নাটকীয় তৃতীয় দিন, ভারতের চেয়ে কিছুটা এগিয়ে নিউজিল্যান্ড

Date:

Share post:

খারাপ আলোর জন্য সময়ের আগেই শেষ তৃতীয় দিনের খেলা ৷ দিনের শেষ ২ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের সংগ্রহ ১০১ ৷ ক্রিজে রয়েছেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন ও রস টেলর ৷

ইশান্ত শর্মার বলে সামির হাতে ধরা দিয়ে প্যাভেলিয়নে ফিরলেন কিউই ওপেনার ডেভন কনওয়ে । ১৫৩বলে ৫৪ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন তিনি । এদিকে খারাপ আলোর জন্য বন্ধ হয়ে যায় খেলা ।
ভাল শুরু করে নিউজ়িল্যান্ড৷ চা পানের বিরতিতে বিনা উইকেটে ৩৬ রান তুলল কিউয়িরা
আউট টম লাথাম (৩০) ৷ অশ্বিনের বলে কোহলির হাতে ক্যাচ দিয়ে ফিরলেন প্যাভিলিয়নে ৷
ভারতের প্রথম ইনিংস মধ্যাহ্নভোজের বিরতির পরেই ২১৭ রানে গুটিয়ে যাওয়ার পর নিউজিল্যান্ডের শুরুটা ভালোই করেন টম লাথাম ও ডেভন কনওয়ে। লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক টেস্টে ২০০ করার পর এজবাস্টনে করেছিলেন ৮০। সেই আত্মবিশ্বাস সম্বল করেই আজ ভারতীয় বোলারদের সামলাচ্ছিলেন কনওয়ে। সঙ্গে অভিজ্ঞ লাথাম। ইশান্ত শর্মা, জসপ্রীত বুমরাহকে দিয়ে দুই প্রান্ত থেকে বোলিং ওপেন করানোর পর মহম্মদ শামিকে আক্রমণে আনেন বিরাট কোহলি। কিন্তু কাজের কাজ হচ্ছিল না। বুমরাহ ১১ ওভার করলেও ওভার প্রতি ৩.০৯ রান দেন। ইশান্ত ও শামি কিউয়িদের চাপে রাখলেও মেঘলা আবহাওয়ায় যতটা ফায়দা তোলার দরকার ছিল তা পারছিলেন না। ৩৫তম ওভারের দ্বিতীয় বলে ওপেনিং জুটি ভাঙেন রবিচন্দ্রন অশ্বিন। যাঁকে আজ বেশ কার্যকরী দেখিয়েছে। লাথাম অশ্বিনের বলে বিরাট কোহলির হাতে ক্যাচ দিয়ে ফেরেন ১০৪ বলে ৩০ রান করে। নিউজিল্যান্ডের রান তখন ৭০।

অধিনায়ক কেন উইলিয়ামসন ও ডেভন কনওয়ে যখন আত্মবিশ্বাসের সঙ্গে দিনের খেলা শেষ করার দিকে এগোচ্ছেন তখনই ধাক্কা দেয় ভারত। সাউদাম্পটনে বিকেলের দিকে অল্প সময়ের জন্য হাল্কা রোদ উঠলেও একটু পরেই আকাশ কালো মেঘে ঢেকে যায়। সেই সময়ই ইশান্ত শর্মাকে আক্রমণে আনেন বিরাট। অধিনায়কের আস্থার মর্যাদা দিয়ে কনওয়েকে ফেরান ভারতের অভিজ্ঞ পেসার। ভালো ক্যাচ ধরেন মহম্মদ শামি। ১৫৩ বলে ৫৪ করে আউট হন কনওয়ে। টানা তৃতীয় টেস্টে তিনি অর্ধশতরান হাঁকালেন। তাঁর ইনিংসে ছিল ৬টি চার। এরপর আর দুটি বল খেলা হয়েই আলো কমে আসায় খেলা বন্ধ হয়ে যায়। ৪৯ ওভারে নিউজিল্যান্ডের স্কোর ২ উইকেটে ১০১। উইলিয়ামসন ৩৭ বলে ১২ ও রস টেলর ২ বলে ০ করে অপরাজিত আছেন।

ইশান্ত শর্মা ১২ ওভারে ৪ মেডেন-সহ ১৯ রানে ১টি উইকেট পেয়েছেন। অশ্বিন ১২ ওভারে ৫ মেডেন-সহ ১টি উইকেট পেয়েছেন ২০ রানের বিনিময়ে। মহম্মদ শামি ১১ ওভার করেছেন, ৪ মেডেন-সহ খরচ করেছেন ১৯ রান। তিন ওভারে এক মেডেন-সহ রবীন্দ্র জাদেজা ছয় রান দিয়েছেন। দিনের শেষে সাংবাদিক সম্মেলনে শুভমান গিল বলেন, কনওয়ের ওভারটা গুরুত্বপূর্ণ ছিল আমাদের কাছে। আরও কয়েকটা ওভার পাওয়া গেলে রস টেলর-সহ কয়েকটা উইকেট তুলে নেওয়া যেত বলেই আমার ধারণা। যেহেতু কাল দুই ব্যাটসম্যানই নতুন করে শুরু করবেন তাই সেই সুযোগটা আমাদের কাজে লাগাতে হবে। শেষ পাঁচ টেস্টে আমরা ২৫০ করতে না পারলেও এই টেস্টে ভালো জায়গাতেই ছিলাম। কয়েকটা উইকেট দ্রুত পড়ে যাওয়াতে সমস্যা হয়েছে। আমি নিশ্চিত, দ্বিতীয় ইনিংসে আমরা ২৫০ পেরোতে পারব।

কাইল জেমিসনকে নিয়ে গিল বলেন, প্রথম স্পেলে ভালো বোলিং করলেও গতকাল গিল বেশি উইকেট তিনি পাননি। আজ ভালো বোলিংয়ের পুরস্কার পেলেন। আমাদের বোলাররাও ভালো বোলিংই করেছেন। কিন্তু ভাগ্য সহায় ছিল না। আশা করি, কাল নতুনভাবে আমরা শুরু করতে পারব, ভাগ্যও সহায় থাকবে। জেমিসন ২২ ওভারে ১২টি মেডেন-সহ ৩১ রানে ৫ উইকেট পেয়েছেন। তৃতীয় দিনে প্রথমেই ফেরান বিরাটকে। জেমিসনের ইনস্যুইঙ্গারে লেগ বিফোর হন বিরাট। জেমিসন বলেন, বিরাট যে বলে আউট হয়েছেন তাতে অন্য যে কেউ আউট হতে পারতেন। দিনের শুরুতেই বিরাটকে ফেরাতে পারা আমাদের পক্ষে খুব ভালো হয়েছে। উল্লেখ্য, জেমিসন, ওয়াগনার, বোল্টদের দাপটে ভারতের শেষ সাত উইকেট পড়ে ৬৮ রানের মধ্যে। গতকাল রোহিতের পর আজ বিরাট, পন্থ, ইশান্ত ও বুমরাহকে ফেরান জেমিসন। গতকাল পূজারার পর এদিন ১৫ রান করা জাদেজাকে আউট করেন বোল্ট। রাহানে ওয়াগনার ও অশ্বিন সাউদির শিকার হন।
সাউদাম্পটনে বিকেলের দিকে অল্প সময়ের জন্য হাল্কা রোদ উঠলেও একটু পরেই আকাশ কালো মেঘে ঢেকে যায়। সেই সময়ই ইশান্ত শর্মাকে আক্রমণে আনেন বিরাট। অধিনায়কের আস্থার মর্যাদা দিয়ে কনওয়েকে ফেরান ভারতের অভিজ্ঞ পেসার। ভালো ক্যাচ ধরেন মহম্মদ শামি। ১৫৩ বলে ৫৪ করে আউট হন কনওয়ে। টানা তৃতীয় টেস্টে তিনি অর্ধশতরান হাঁকালেন। তাঁর ইনিংসে ছিল ৬টি চার। এরপর আর দুটি বল খেলা হয়েই আলো কমে আসায় খেলা বন্ধ হয়ে যায়। ৪৯ ওভারে নিউজিল্যান্ডের স্কোর ২ উইকেটে ১০১।

spot_img

Related articles

ভেজাল ওষুধের তালিকা টাঙাতে হবে দোকানে: নির্দেশ মুখ্যমন্ত্রীর, সতর্ক থাকতে বললেন আধিকারিকদেরও

ভেজাল ওষুধ কোনও ভাবেই যেন রাজ্যে ব্যবহার না হয়। বুধবার, উত্তরকন্যার প্রশাসনিক সভায় এই বিষয়ে সতর্ক করলেন বাংলার...

পথ চলতি তরুণীকে ধর্ষণের চেষ্টা কলকাতায়! তালতলার ঘটনায় গ্রেফতার অভিযুক্ত

ভরসন্ধ্যায় মহানগরীর বুকে পথ চলতি এক তরুণীকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগ। ঘটনাটি ঘটেছে তালতলা থানার (Taltala Police...

পিকল বলে এক দলে বিরাট-অনুস্কা

প্লে অফে পৌঁছে গিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু(RCB)। এবারের আইপিএলের চ্যাম্পিয়ন হওয়ার দৌঁড়ে অন্যতম প্রধান দাবীদার বিরাট কোহলিরা(Virat Kohli)।...

দেখা করতে চান চাকরিহারারা, খোলা চিঠি মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে

সুপ্রিম রায়ে চাকরি হারিয়েছেন বাংলার প্রায় ২৬ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মচারী। তাঁদের পাশে দাঁড়িয়ে পূর্ণ সহযোগিতার আশ্বাস...