ভোট পরবর্তী হিংসা : হাইকোর্টের নির্দেশে ৭ সদস্যের কমিটি গঠন মানবাধিকার কমিশনের

হাই কোর্ট

কলকাতা হাইকোর্টের নির্দেশমাফিক বাংলায় ভোট পরবর্তী হিংসার তদন্তে ৭ সদস্যের দল গঠন করল জাতীয় মানবাধিকার কমিশন (NHRC)।

জাতীয় মানবাধিকার কমিশনকে কমিটি গঠন করে বিষয়টির তদন্তের দায়িত্ব দিয়েছিল কলকাতা হাইকোর্ট (Calcutta Highcourt। রাজ্য ও কেন্দ্রের প্রতিনিধি নিয়ে তৈরি হয়েছে ওই কমিটি।

 

সূত্রের খবর, মানবাধিকার

কমিশনের অন্যতম সদস্য রাজীব জৈনকে এই কমিটির প্রধান করা হয়েছে৷ ওই কমিটিতে আছেন জাতীয় সংখ্যালঘু কমিশনের ভাইস চেয়ারম্যান আতিফ রশিদ, জাতীয় মহিলা কমিশনের সদস্য রাজুলবেন এল দেশাই, জাতীয় মানবাধিকার কমিশনের ডিজি পদ মর্যাদার তদন্তকারী অফিসার সন্তোষ মেহরা এবং মঞ্জিল সাইনি, রাজ্য মানবাধিকার কমিশনের রেজিস্ট্রার প্রদীপ কুমার পাঁজা, রাজ্য লিগ্যাল সার্ভিস অথরিটির সদস্য সেক্রেটারি রাজু মুখোপাধ্যায়।

জানানো হয়েছে, এই দলটি রাজ্যে এসে ভোট পরবর্তী হিংসার অভিযোগ খতিয়ে দেখবে।

Previous articleমার্কশিটের সঙ্গেই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড
Next articleচিকিৎসা নিতে শর্তসাপেক্ষে ভারত যাওয়ার অনুমতি দিল বাংলাদেশ সরকার