মার্কশিটের সঙ্গেই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড

পরীক্ষা হয়নি। করোনা পরিস্থিতিতে বন্ধ স্কুল। সেই কারণে বিলি করা যায়নি মাধ্যমিকের (Secondary) অ্যাডমিট কার্ড (Admit Card)। এবার মার্কশিটের সঙ্গেই অ্যাডমিট কার্ড বিলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাধ্যমিক শিক্ষা পর্ষদ সূত্রে খবর, ফলপ্রকাশের দিনই অ্যাডমিট কার্ড পাবে পরীক্ষার্থীরা।

 

কুড়ি জুলাই এর মধ্যে এবছর মাধ্যমিকের ফল প্রকাশ হবে বলে জানিয়েছেন পর্ষদের সভাপতি মহুয়া দাস। সেই সময় অ্যাডমিট কার্ড হাতে পেয়ে যাবেন পরীক্ষার্থীরা। অনেক সময় নথি হিসেবে অ্যাডমিট কার্ডের প্রতিলিপি জমা দিতে হয়। সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

 

উচ্চমাধ্যমিকের (Higher Secondary) একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার নম্বর জমার শেষ দিন বাড়িয়ে ২৮ জুন করা হয়েছে। পাশাপাশি ফলপ্রকাশের পর ৬ মাস খাতা সংরক্ষণের নির্দেশ নোটিশ জারি করে দিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।

Previous articleঊর্ধ্বমুখী দেশের শেয়ারবাজার, ২৩০ পয়েন্ট বাড়ল সেনসেক্স
Next articleভোট পরবর্তী হিংসা : হাইকোর্টের নির্দেশে ৭ সদস্যের কমিটি গঠন মানবাধিকার কমিশনের