Monday, January 12, 2026

শোকজের জবাবে সন্তুষ্ট নয়, আলাপনকে কড়া চিঠি পাঠাল কেন্দ্র

Date:

Share post:

তাঁর শোকজের জবাবে সন্তুষ্ট নয় কেন্দ্র। সে কারণে আলাপন বন্দ্যোপাধ্যায়কে (Alapan Bandyopadhyay) এবার কড়া চিঠি পাঠাল কেন্দ্রীয় কর্মিবর্গ মন্ত্রক। চিঠিতে আইএএস (Ias) সার্ভিস রুলের আট নম্বর ধারা উল্লেখ করে জানানো হয়েছে, তিনি শৃঙ্খলাভঙ্গ করেছেন। এই কারণে তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। তবে আলাপনকে আত্মপক্ষ সমর্থনের জন্য একমাসের সময় দেওয়া হয়েছে। এছাড়াও রাজ্যর প্রাক্তন মুখ্যসচিবের (Chief Secretary) বিরুদ্ধে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

 

রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় চাকরির মেয়াদ তিন মাস বাড়াতে চেয়ে কেন্দ্রের কাছে সুপারিশ করেছিল রাজ্য সরকার। তাতে সিলমোহর দিয়েছিল কেন্দ্র। এরপরে ইয়াস মোকাবিলায় প্রধানমন্ত্রীর ডাকা বৈঠকে মুখ্যমন্ত্রীর সঙ্গে গিয়ে রিপোর্ট দিয়ে চলে আসেন আলাপন। সেই সন্ধেতেই তাঁকে চাকরির অতিরিক্ত মেয়াদের সময়টা দিল্লির কর্মিবর্গ মন্ত্রকে যোগ দিতে বলা হয়েছিল। এর তীব্র বিরোধিতা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। শেষ পর্যন্ত পূর্ব নির্ধারিত দিনে অবসর গ্রহণ করেন আলাপন। তাঁকে মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা পদে নিয়োগ করা হয়। এর পরেই আলাপন বন্দ্যোপাধ্যায়কে শোকজের চিঠি পাঠায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। নির্দিষ্ট সময়ের মধ্যে সেই চিঠির জবাবও দেন তিনি। কিন্তু সেই জবাবে সন্তুষ্ট নয় কেন্দ্র। সোমবার তাঁকে ফের চিঠি পাঠানো হয়েছে। ৩০ দিনের মধ্যে জানাতে হবে, তিনি সশরীরে এই তদন্ত প্রক্রিয়ার সম্মুখীন হবেন কি না। জবাব না এলে তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও উল্লেখ করা হয়েছে কেন্দ্রের চিঠিতে।

 

spot_img

Related articles

সুপ্রিম কোর্টে জোড়া পিটিশন ইডি-র: সোমেই শুনানির আবেদন

রাজ্যের তরফে ক্যাভিয়েট দাখিলের পরে শীর্ষ আদালতে দ্রুত তৎপরতা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি-র। সুপ্রিম কোর্টের দ্বারস্থ ইডি। সেখানে...

আম্বেদকর মূর্তির রেলিংয়ে ধাক্কা লরির! ভোরের কলকাতায় এড়ানো গেল বড় দুর্ঘটনা

বড়সড় দুর্ঘটনা এড়ানো গেল সোমবার ভোরে রেড রোডে। নিরাপত্তায় মোড়া রেড রোডে সোমবার ভোরে একটি লরি সোজা এসে...

শীতলতম কল্যাণী: চলতি সপ্তাহে কলকাতায় পারদ ছোঁবে ১২ ডিগ্রি

শুধু শীতের আমেজ নয়, গোটা বাংলা এ বছরের শীতে হাড় কাঁপানো ঠাণ্ডাতেই অভ্যস্ত হয়ে উঠেছে। সেই অভ্যাসে নতুন...

স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তীতে কাজের মধ্যেই শ্রদ্ধা: সোশ্যাল মিডিয়ায় তুলে ধরলেন মুখ্যমন্ত্রী

তিনিই বলেছিলেন গীতাপাঠের চেয়ে ফুটবল খেলা ভালো। যার অন্তর্নিহিত অর্থ কর্মই অনেক বেশি কাঙ্খিত, ধর্মের আলোচনার থেকে। আর...