Saturday, November 15, 2025

শোকজের জবাবে সন্তুষ্ট নয়, আলাপনকে কড়া চিঠি পাঠাল কেন্দ্র

Date:

তাঁর শোকজের জবাবে সন্তুষ্ট নয় কেন্দ্র। সে কারণে আলাপন বন্দ্যোপাধ্যায়কে (Alapan Bandyopadhyay) এবার কড়া চিঠি পাঠাল কেন্দ্রীয় কর্মিবর্গ মন্ত্রক। চিঠিতে আইএএস (Ias) সার্ভিস রুলের আট নম্বর ধারা উল্লেখ করে জানানো হয়েছে, তিনি শৃঙ্খলাভঙ্গ করেছেন। এই কারণে তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। তবে আলাপনকে আত্মপক্ষ সমর্থনের জন্য একমাসের সময় দেওয়া হয়েছে। এছাড়াও রাজ্যর প্রাক্তন মুখ্যসচিবের (Chief Secretary) বিরুদ্ধে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

 

রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় চাকরির মেয়াদ তিন মাস বাড়াতে চেয়ে কেন্দ্রের কাছে সুপারিশ করেছিল রাজ্য সরকার। তাতে সিলমোহর দিয়েছিল কেন্দ্র। এরপরে ইয়াস মোকাবিলায় প্রধানমন্ত্রীর ডাকা বৈঠকে মুখ্যমন্ত্রীর সঙ্গে গিয়ে রিপোর্ট দিয়ে চলে আসেন আলাপন। সেই সন্ধেতেই তাঁকে চাকরির অতিরিক্ত মেয়াদের সময়টা দিল্লির কর্মিবর্গ মন্ত্রকে যোগ দিতে বলা হয়েছিল। এর তীব্র বিরোধিতা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। শেষ পর্যন্ত পূর্ব নির্ধারিত দিনে অবসর গ্রহণ করেন আলাপন। তাঁকে মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা পদে নিয়োগ করা হয়। এর পরেই আলাপন বন্দ্যোপাধ্যায়কে শোকজের চিঠি পাঠায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। নির্দিষ্ট সময়ের মধ্যে সেই চিঠির জবাবও দেন তিনি। কিন্তু সেই জবাবে সন্তুষ্ট নয় কেন্দ্র। সোমবার তাঁকে ফের চিঠি পাঠানো হয়েছে। ৩০ দিনের মধ্যে জানাতে হবে, তিনি সশরীরে এই তদন্ত প্রক্রিয়ার সম্মুখীন হবেন কি না। জবাব না এলে তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও উল্লেখ করা হয়েছে কেন্দ্রের চিঠিতে।

 

Related articles

আদিবাসী নেতা বিরসা মুন্ডার জন্মের সার্ধশতবর্ষপূর্তিতে সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর

ইতিহাসের পাতায় মাতৃভূমির বীর পুত্র এবং কন্যাদের জন্ম প্রতিনিয়ত ভারতের চেতনার প্রকাশ ঘটিয়েছে। ভগবান বিরসা মুন্ডা নক্ষত্রমণ্ডলের অন্যতম...

দক্ষিণেশ্বর স্টেশনের কাছে সিগন্যালিংয়ের কাজ, ব্লু লাইনে মেট্রো চলছে বরাহনগর পর্যন্ত

সকাল সকাল ব্যাহত মেট্রো পরিষেবা (Metro Service Interrupted)। মেট্রো চলছে শহিদ ক্ষুদিরাম থেকে বরাহনগর পর্যন্ত। ব্লু লাইনে দক্ষিণেশ্বর...

শীতের অনুভূতিতে বাধা, কার্তিকের শেষ লগ্নে চড়বে পারদ জানালো হাওয়া অফিস

ভোররাত থেকে সকাল পর্যন্ত রাজ্যজুড়ে চলতে থাকার শীতের আমেজে এবার সাময়িক বিরাম। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department)...

লালকেল্লার কাছে বিস্ফোরণ কাণ্ডে উত্তর দিনাজপুর থেকে গ্রেফতার মেডিক্যাল ছাত্র!

দিল্লির লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের (Delhi Blast near Red fort) ঘটনায় এবার উত্তর দিনাজপুরের (North Dinajpur) সূর্যাপুর বাজার...
Exit mobile version