বিজেপির শক্ত ঘাঁটি আলিপুরদুয়ারের বড়সড় ভাঙন। সোমবার, তৃণমূল (Tmc) ভবনে সুখেন্দুশেখর রায় (Sukhendushekhar Ray), মুকুল রায় (Mukul Ray) এবং ব্রাত্য বসুর (Bratya Basu) উপস্থিতিতে আলিপুরদুয়ারের বিজেপির জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা-সহ দায়িত্বপ্রাপ্ত আট সদস্য যোগ দিলেন তৃণমূলে। আর যোগ দিয়েই গেরুয়া শিবিরের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুললেন গঙ্গাপ্রসাদ শর্মা (Gangaprasad Sharma)। তিনি জানান, জেলার নেতাদের কখনোই পাত্তা দেয় না বিজেপির (Bjp) শীর্ষ নেতৃত্ব। এক্ষেত্রে গঙ্গাপ্রসাদের মতে, বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারীর (Shubhendu Adhikari) বদলে মনোজ টিগ্গাকে (Manoj Tigga) স্বীকৃতি দেওয়া উচিত ছিল বিজেপির। কিন্তু তারা কখনোই কর্মীদের প্রাপ্য সম্মান দেয়নি বলে স্পষ্ট জানিয়েছেন সদ্য পদ্ম ছেড়ে ঘাসফুলে যোগ দেওয়া এই নেতা।

আরও পড়ুন:টানা ৬ বছর মাওবাদী ডেরায় ছিলেন অমৃতাভ? চাঞ্চল্যকর তথ্যে তদন্তে মোড়

তাঁর যোগ দেওয়ার পরেই উত্তরবঙ্গের বিজেপিতে থাকা আরো নেতৃত্বের তৃণমূলে যাওয়া সুনিশ্চিত হল বলে মনে করছে রাজনৈতিক মহল। বিশেষ করে যে অভিযোগ গঙ্গাপ্রসাদ করেছেন তার জেরে এই সম্ভাবনা আরও বাড়ছে। জেলার নেতাদের সম্মান না পাওয়ার ঘটনায় বিজেপির অন্দরে যে ক্ষোভ তৈরি হচ্ছে তা এই মন্তব্য থেকেই স্পষ্ট। একই সঙ্গে বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারী যে গেরুয়া শিবিরে সর্বজনগ্রাহ্য নন- এই মন্তব্য থেকে সেটাও সামনে এসেছে। রাজ্যের তৃণমূলের বিপুল জয়ের মধ্যেও উত্তরবঙ্গ বিশেষ করে আলিপুরদুয়ারে ভালো ফল করেছে বিজেপি। এই পরিস্থিতিতে উত্তরবঙ্গের বিজেপি নেতা-কর্মীরা বিরোধীদল নেতা হিসেবে দেখতে চেয়েছিলেন মনোজ টিগ্গাকে। কিন্তু নেতৃত্বের সিদ্ধান্তে তাঁদের সেই আশায় জল পড়েছে। বিজেপিতে থেকে প্রকৃত সম্মান না পেয়ে এবার তাঁরা তৃণমূলে যোগদান করতে চাইছেন বলে সূত্রের খবর।
