বড় সাফল্য ভারতীয় সেনার, খতম লস্কর-ই-তৈবার শীর্ষ নেতা সহ ৩ জঙ্গি

বড় সাফল্য ভারতীয় সেনার। জম্মু-কাশ্মীরে ৩ জঙ্গিকে নিকেশ করল সেনাবাহিনী। সেনা সূত্রে খবর, মৃত ৩ জঙ্গির মধ্যে রয়েছে লস্কর-ই-তৈবার শীর্ষ নেতা। রবিবার রাত থেকেই সোপরে শুরু হয়েছে সেনা-জঙ্গি সংঘর্ষ। দফায় দফায় চলছে গুলি বিনিময়। সেনা-জঙ্গি সঙ্ঘর্ষে উত্তপ্ত সোপরের গুন্দ বার্থ এলাকায়।

আরও পড়ুন-যোগ দিবসে মোদি চালু করলেন mYoga অ্যাপ, বললেন, ‘One World, One Health’

সূত্রের খবর, গুন্দ বার্থ এলাকায় এখনও চলছে গুলির লড়াই। ইতিমধ্যেই তিন জঙ্গিকে ক্ষতম করেছে বাহিনী। সেনা বাহিনীর কাছে আগেই খবর ছিল। সেই খবরের ভিত্তিতেই তল্লাশি অভিযান শুরু করেন তাঁরা। দীর্ঘক্ষণ গুলি বিনিময়ে পর সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয় ৩ জঙ্গি নিকেশ হয়েছে। তার মধ্যে লস্কর ই তৈবার এক শীর্ষ নেতা রয়েছে। মৃত জঙ্গির নাম মুদাসির পণ্ডিত। জঙ্গিদের দেহগুলি এখনও উদ্ধার করতে পারেনি বাহিনী।

 

Previous articleভাঁড়ারে নেই ভ্যাকসিন, সোমবার থেকে রাজ্যে ১৮ ঊর্ধ্বদের টিকা দেওয়া নিয়ে প্রশ্ন
Next articleCAA- বিরোধী হিংসার ছবি পোস্ট করে কোন বার্তা দিলেন দিলীপ ঘোষ? প্রশ্ন রাজনৈতিক মহলে