ভাঁড়ারে নেই ভ্যাকসিন, সোমবার থেকে রাজ্যে ১৮ ঊর্ধ্বদের টিকা দেওয়া নিয়ে প্রশ্ন

ভাঁড়ারে নেই ভ্যাকসিন, সোমবার থেকে রাজ্যে ১৮ ঊর্ধ্বদের টিকা দেওয়া নিয়ে প্রশ্ন

আজ, সোমবার থেকে ১৮ ঊর্ধ্বদের বিনামূল্যে করোনা-টিকাকরণ (Vaccination) শুরু হওয়ার কথা গোটা দেশে। কিন্তু বাংলায়(West Bengal) সম্ভবত টিকাকরণ হবে না৷

২১ জুন থেকে দেশের সব রাজ্যের সরকারি কেন্দ্রে ১৮ ঊর্ধ্বদের বিনামূল্যে টিকাকরণ শুরুর কথা ঘোষণা করেছিল কেন্দ্র।
কিন্তু রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী জানিয়েছেন, রাজ্যে এই মুহূর্তে টিকার সংকট (shortage of doses) রয়েছে। এখনই ১৮ ঊর্ধ্বদের টিকা নয় এই রাজ্যে৷ টিকাকরণের ক্ষেত্রে এবার রাজ্যে প্রাধান্য দেওয়া হচ্ছে, এমন প্রবীণ যাঁদের কো মর্বিডিটি রয়েছে এবং পরিচারিকাদের। অজয় চক্রবর্তী বলেছেন, “এই নির্দিষ্ট গোষ্ঠীকে টিকা দেওয়ার পর রাজ্যের হাতে কী পরিমাণ টিকা থাকছে তা আগে দেখা হবে। তারপরেই টিকা দেওয়া হবে ১৮ ঊর্ধ্বদের’। তার ফলে এখনই টিকা পাবেন না ১৮ ঊর্ধ্বরা।

আরও পড়ুন-সংক্রমণ রুখতে ‘কনটেনমেন্ট জোন’ ঘোষণা রাজ্যের ৬ জেলায়

কিছুদিন আগে, চলতি মাসে জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, সমস্ত রাজ্যকে টিকা কিনে বিনামূল্যে সরবরাহ করবে কেন্দ্র। ২১ জুন থেকে ১৮ ঊর্ধ্ব সব নাগরিককে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হলে বলে ঘোষণা করেন প্রধানমন্ত্রী। কিন্তু রাজ্যের হাতে পর্যাপ্ত টিকা না থাকায়, ১৮ ঊর্ধ্বদের এখনই টিকা দেওয়া যাচ্ছে না৷

 

Previous articleসংক্রমণ রুখতে ‘কনটেনমেন্ট জোন’ ঘোষণা রাজ্যের ৬ জেলায়
Next articleবড় সাফল্য ভারতীয় সেনার, খতম লস্কর-ই-তৈবার শীর্ষ নেতা সহ ৩ জঙ্গি