বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ফাইনালের ম‍্যাচ ড্র হলে কী করা উচিত আইসিসির? জানালেন গাভাসকর

বৃষ্টির কারণে বাতিল হয়েছে চতুর্থ দিনের ম‍্যাচ। একই কারণে প্রায় একঘন্টা পর শুরু হল পঞ্চম দিনের ম‍্যাচ। এক্ষেত্রে বৃষ্টির যা মতিগতি তাতে যদি বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ফাইনালের ( world test championship final) ম‍্যাচ যদি ড্র হয়, তাহলে ভারত-নিউজাল‍্যান্ড( india vs new Zealand ) দুই দলকেই জয়ী ঘোষণা করবে আইসিসি( icc) । আর আইসিসির এই পরিকল্পনা মানতে রাজি নন সুনীল গাভাসকর( sunil Gavaskar)। তাঁর মতে আইসিসির এমন কোনও পরিকল্পনা করা উচিত, যাতে ম্যাচ ড্র হলেও জয়ী দল বেছে নেওয়া সম্ভব হয়। ফুটবলে যেমন টাইব্রেকার রয়েছে, ঠিক তেমনই কিছু করা কথা বলেছেন ভারতের এই প্রাক্তন অধিনায়ক।

এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে গাভাসকর বলেন, “মনে হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ড্র হবে। ভাগ করে দেওয়া হবে ট্রফি। প্রথম বারের জন্য ফাইনালে ট্রফি ভাগ হবে। ফুটবলে যেমন পেনাল্টি শুট বা অন্য নিয়মে জয়ী বেছে নেওয়া হয়, টেনিসে যেমন টাইব্রেকার আছে, তেমনই ক্রিকেটেও কোনও পরিকল্পনা করা উচিত আইসিসির। একটা ফর্মুলা ঠিক করতে হবে আইসিসিকে।”

আরও পড়ুন:চলতি ইউরো কাপে খেলা ফিনল্যান্ডের জনি কাউকোকে আনতে চলেছে এটিকে মোহনবাগান

 

Previous articleলাগাতার বৃষ্টির জেরে নদীগর্ভে লক্ষাধিক টাকার তিল, মাথায় হাত ব্যবসায়ীর
Next articleউদ্বেগ বাড়িয়ে মধ্যপ্রদেশ ছাড়াও আরও দুই রাজ্যে ডেল্টা প্লাস প্রজাতির হদিশ