Friday, November 14, 2025

করোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে টিকাকরণ। এরই মধ্যে ভ্যাক্সিনেশন ক্যাম্প নিয়েও উঠল জালিয়াতির অভিযোগ। অভিযোগ, কলকাতা পুরসভার অনুমতি ছাড়াই টিকাকরণ শিবির করা হয়েছে। ইতিমধ্যেই এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তার কাছ থেকে জাল পরিচয়পত্র এবং একটি নীল বাতি লাগানো গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে।

পুলিশের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার কসবার ১০৭ নম্বর ওয়ার্ডে একটি টিকাকরণ শিবির চলছিল। সেখানে উপস্থিত ছিল দেবাঞ্জন দেব নামে এক ব্যক্তি। পুলিশ জানিয়েছে, সে নিজেকে IAS আধিকারিক বলে পরিচয় দেয়। এছাড়াও ক্যাম্পে দাঁড়িয়েছিল নীল বাতি লাগানো কলকাতা পুরসভার গাড়ি। সন্দেহ হওয়াতেই শিবিরে ঢুকে পুলিশ প্রথমে দেবাঞ্জন দেবকে আটক করে। রাতভর জেরা করার পর তাকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন-দিঘায় হোটেল মালিক খুনে গ্রেফতার কাঠের মিস্ত্রি

পুলিশ সূত্রে খবর, নিজেকে আইএএস ও কলকাতা পুরসভার জয়েন্ট কমিশনার পরিচয় দিয়ে, মঙ্গলবার কসবায় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায় ভ্যাকসিনেশন ক্যাম্প চালাচ্ছিলেন মাদুরদহের বাসিন্দা দেবাঞ্জন দেব। পুলিশের দাবি, দেবাঞ্জনকে তথ্য সংস্কৃতি মন্ত্রকের IAS আধিকারিক হিসেবে পরিচয় দিয়ে কেন্দ্রীয় সরকারের নথি, স্ট্যাম্প জাল করে ইডি ও সিবিআইয়ের হয়ে নবান্নে চিঠি লিখে ব্যক্তিগত নিরাপত্তার জন্য আবেদন জানানো হয়। ভুয়ো IAS পরিচয় দিয়ে কীভাবে এতবড় প্রতারণা খতিয়ে দেখছে পুলিশ।

 

Related articles

মধ্যপ্রদেশে গতির বলি ৫, এক্সপ্রেসওয়ে থেকে সোজা গাড়ি নদীতে!

মধ্যপ্রদেশের রতলামে বেপরোয়া গতির বলি ৫। দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে গুজরাট যাওয়ার পথে শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটে। এক্সপ্রেসওয়ের (expressway) রেলিং...

লাল বলেও ভালোবাসা, বঞ্চনার মধ্যেই টেস্টের মরা গাঙে ইডেনে জোয়ার

বর্তমানে আইপিএল-টি২০ ক্রিকেটের দাপটে উপমহাদেশে ক্রমশ কোণঠাসা টেস্ট ক্রিকেট।কিন্তু কলকাতা বুঝিয়ে দিল ক্রিকেটের সাবেকিয়ানা এখনও বিলুপ্ত হয়ে যায়নি।...

ডাক্তারি পড়তে এসে তালিবানি শাসনে! আল ফালায় এভাবেই পড়াত জঙ্গি উমর

অনেক আশা নিয়ে হরিয়ানার আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ে এমবিবিএস পড়তে এসে হতাশ পড়ুয়ারা। একদিকে পড়াশোনার মান নিয়ে প্রশ্ন উঠেছে। তার...

কোন মন্ত্রে বোলিংয়ে দাপট? ‘ফাইভস্টার’ বুমরাহের উত্তর অনুপ্রাণিত করবে আপনাকেও

অস্ট্রেলিয়া সফরের পর থেকেই জসপ্রীত বুমরাহের (Jaspreet Bumrah )ওয়ার্কলোড নিয়ে অনেক কথা হতে শুরু করে।ইংল্যান্ড সফরে সব ম্যাচ...
Exit mobile version