বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ফাইনালে বর্ণবিদ্বেষী মন্তব্য, মাঠ থেকে বের করে দেওয়া হল দুই দর্শককে

বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ফাইনালের(  world test championship final ) পঞ্চম দিনে উঠল বর্ণবিদ্বেষী মন্তব্য। ভারত বনাম নিউজিল্যান্ড ( india vs new Zealand ) ম্যাচ চলাকালীন নিউজিল্যান্ডের ক্রিকেটারদের উদ্দেশে বর্ণবিদ্বেষী মন্তব্য করে মাঠে উপস্থিত দুই দর্শক। এই ঘটনার পরই তাঁদের মাঠ থেকে বার করে দিল আইসিসি।

গোটা ঘটনাটি নজরে আসে নেটমাধ‍্যমে। নেটমাধ্যমে এক সমর্থক দাবি করেন, মাঠে থাকা দুই দর্শক বর্ণবিদ্বেষী ভাষা ব্যবহার করছেন নিউজিল্যান্ডের ক্রিকেটারদের উদ্দেশে। আক্রমণ করা হয় রস টেলরকে। এই ঘটনা নজরে আসার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয় আইসিসি। আইসিসির পক্ষে ক্ল্যারি ফারলংয়ের নজরে আসে পোস্টটি। এরপরই কিছুক্ষণের মধ্যেই সেই ব্যক্তিদের চিহ্নিত করে মাঠ থেকে বার করে দেওয়া হয়। নেটমাধ্যমেই সেই কথা জানান ফারলং।

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

 

Previous articleশীতলকুচিকাণ্ড: বয়ানে বিস্তর অসঙ্গতি, CID জেরার মুখে ভেঙে পড়লেন প্রাক্তন পুলিশ সুপার
Next articleপ্যান কার্ড ও আধার কার্ড যুক্ত করুন ৩০ জুন এর মধ্যে