বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে( world test championship final) নিউজিল্যান্ডের( new Zealand ) কাছে ৮ উইকেটে হারে টিম ইন্ডিয়া( india team)। এই হারের কারণ হিসাবে ভারতের ব্যাটিং লাইনকেই কাঠগড়ায় তুললেন ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকর।

গাভাসকর বলেন,” ভারতের ভাল ব্যাট করা উচিত ছিল। রোদ ছিল, তেমন কোনও সুইংও ছিল না বলে। সেখানে তারা মাত্র ১৭০ রানে শেষ হয়ে গেল।”

দ্বিতীয় ইনিংসে মাত্র ১৭০ রানে গুটিয়ে যায় ভারতের দ্বিতীয় ইনিংস। নিউজিল্যান্ডের সামনে মাত্র ১৩৯ রানের লক্ষ্য রাখেন কোহলিরা। গাভাসকরের মতে এই রান নিউজিল্যান্ডের সামনে কিছুই না। ওপেনার থেকে মিডলওর্ডার সবারই ব্যাটে আরও রান করা দরকার ছিল।

আরও পড়ুন:ইউরো ২০২০ কাপে খেলা জনি কাউকোকে সই করাল এটিকে মোহনবাগান
