ধাক্কা সামলে ঊর্ধ্বমুখী দেশের শেয়ারবাজার, ৩৯২ পয়েন্ট বাড়ল সেনসেক্স

🔹সেনসেক্স ৫২,৬৯৯.০০ (⬆️ ০.৭৫%)

🔹নিফটি ১৫,৭৯০.৪৫ (⬆️ ০.৬৬%)

অর্থনীতির দীর্ঘ দুর্দশা পেরিয়ে আশার আলো দেখিয়েছিল শেয়ার বাজার। যদিও করোনার দ্বিতীয় ঢেউয়ে ক্রমাগত ধাক্কা খেতে থাকে শেয়ারবাজারের সুখের সময়। সে ধাক্কা সামলে ফের ঊর্ধ্বমুখী হল দালাল স্ট্রিট। বৃহস্পতিবার এক ধাক্কায় ৩৯২ পয়েন্ট বাড়ল সেনসেক্সের সূচক। পাশাপাশি নিফটি বেড়েছে ১০৩ পয়েন্ট।

বৃহস্পতিবার বাজার খোলার পর থেকে ঊর্ধ্বমুখী হতে থাকে সেনসেক্সের সূচক। বাজার বন্ধ হওয়ার পর দেখা যায় দেশে বাড়তে থাকা করোনা পরিস্থিতির মাঝেও ৩৯২ পয়েন্ট বেড়েছে সেনসেক্স। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) ৩৯২.৯২ পয়েন্ট বা ০.৭৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫২,৬৯৯.০০। পাশাপাশি সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, এদিন নিফটি ১০৩.৫০ পয়েন্ট বা ০.৬৬ শতাংশ বেড়ে নিফটি পৌঁছয় ১৫,৭৯০.৪৫।

 

Previous articleনিউজিল্যান্ডের কাছে হারের কারণ হিসাবে ভারতের ব‍্যাটিং লাইনকেই কাঠগড়ায় তুললেন গাভাসকর
Next articleআসছে ‘কৃশ ৪’ , টুইট করে জানালেন হৃত্বিক