নবান্নে মমতা-মুকুল কথা

বৃহস্পতিবার বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee) সঙ্গে নবান্নে (nabanna) বৈঠক করলেন মুকুল রায়। এদিন বিকেল ৪টে থেকে সাড়ে চারটে পর্যন্ত আধ ঘন্টা বৈঠক চলে। দীর্ঘদিন পর মমতা-মুকুল বৈঠক। কাল, শুক্রবার বিধানসভার অধিবেশন (assembly proceedings) শুরু। ৪০টি কমিটির চেয়ারম্যান (chairman) নির্বাচন। মুকুল রায়ের নাম পিএসি চেয়ারম্যান নির্বাচনী তালিকায় রয়েছে। তৃণমূল কংগ্রেস (tmc) তাকে সমর্থন করবে। বিনয় তামাংয়ের (binoy tamang) দলও সমর্থন করছে বলে মুখ্যমন্ত্রী জানান। সম্ভবত পিএসি চেয়ারম্যান পদের জন্য নির্বাচনের পথেই যেতে হবে। এই পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে মুকুল রায়ের বৈঠক তাৎপর্যপূর্ণ। বৈটক শেষে মুকুল রায় কোনও কথাই বলেননি সাংবাদিকদের সঙ্গে।

 

 

Previous articleইউরো ২০২০ কাপে খেলা জনি কাউকোকে সই করাল এটিকে মোহনবাগান
Next articleকবে থেকে রাজ্যে চলবে লোকাল ট্রেন? নবান্নে কী জানালেন মুখ্যমন্ত্রী