‘বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ চ‍্যাম্পিয়ন হয়েছে যোগ‍্য দল’, টুইটারে জানালেন শাস্ত্রী

বুধবার বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপের ( world test championship) চ‍্যাম্পিয়ন  হয় নিউজিল্যান্ড( new Zealand)। এই জয়ের জেরে নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবার বিশ্বজয়ের শিরোপা পেল তারা।  নিউজিল্যান্ডের এই জয়কে যোগ্য জয় বললেন ভারতীয় দলের হ‍্যেড কোচ রবি শাস্ত্রী( ravi shastri)।

বৃহস্পতিবার টুইটারে শাস্ত্রী নিউজিল্যান্ডকে যোগ‍্য চ‍্যাম্পিয়ন হিসাবে সম্বোধন করেন। এদিন তিনি বলেন,” তুলনামূলক ভালো দলই এই পরিস্থিতিতে জিতেছে। বিশ্বজয়ের দীর্ঘতম অপেক্ষার পর যোগ্য বিজয়ী। প্রকৃত উদাহরণ যে বড় জিনিস সহজ আসে না। দারুণ খেলেছ নিউজিল্যান্ড, তোমাদের প্রতি শ্রদ্ধা রইল।”

এর আগে নিউজিল্যান্ডের প্রশংসায় মেতেছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। ম‍‍্যাচ শেষে কিউয়িদের যোগ্য চ‍্যাম্পিয়ন বলেছিলেন ভারত অধিনায়ক।

আরও পড়ুন:নিউজিল্যান্ডের কাছে হারের কারণ হিসাবে ভারতের ব‍্যাটিং লাইনকেই কাঠগড়ায় তুললেন গাভাসকর

 

Previous articleমুখ্যমন্ত্রীর আশঙ্কাই ঠিক, বিচারপতি কৌশিক চন্দ নিজেই স্বীকার করেছেন অতীতে বিজেপি- যোগের কথা
Next articleশুধু মিমি নয়, লাভলির চোখেও ধুলো দিয়েছিল ভুয়ো IAS দেবাঞ্জন