Friday, August 22, 2025

রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) সঙ্গে সৌজন্য সাক্ষাতে বিজেপি (Bjp) বিধায়ক মনোজ টিগ্গা (Manaj Tigga)। বুধবার, ছিল শিল্পমন্ত্রীর মায়ের পারোলৌকিক কাজ। রাজ্যের শাসকদলের হেভিওয়েট নেতা-মন্ত্রীদের পাশাপাশি সেদিন উপস্থিত হয়েছিলেন বিজেপির উত্তরবঙ্গের বিধায়ক মনোজ টিগ্গাও। বিরোধী রাজনৈতিক দলের প্রথম সারির নেতা হয়েও মাদারিহাটের বিধায়কের শাসকদলের মন্ত্রীর মায়ের শ্রাদ্ধানুষ্ঠানে উপস্থিত থাকার বিষয়টিকে সৌজন্যের নজির বলেই মনে করছেন অনেকে।

এর আগেও পার্থ চট্টোপাধ্যায়ের মায়ের মৃত্যুর পরে নাকতলার বাড়িতে গিয়ে দেখা করেন মনোজ টিগ্গা। বুধবার, শ্রাদ্ধানুষ্ঠানে গিয়ে বেশ খানিকটা সময় কাটান তিনি। এই উপস্থিতি প্রসঙ্গে বিজেপি বিধায়ক বলেন, পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর অন্তরের টান। “তাই ছুটে আসা, পাশে থাকা। এর মধ্যে কোনও রাজনৈতিক সংযোগ নেই।” টিগ্গার মতে, রাজনীতি রাজনীতির জায়গায়। ব্যক্তিগত সম্পর্ক অন্য জায়গায়।

তবে একটা উল্টো মত শোনা যাচ্ছে। আদি বিজেপি নেতা-কর্মীরা চেয়েছিলে মনোজ টিগ্গা বিরোধী দলনেতা হোন। কিন্তু সেখানে বিরোধী দলনেতা করা হল ভোটের আগে তৃণমূল (Tmc) ছেড়ে বিজেপিতে যাওয়া শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari)। আর এই নিয়ে যে দলের অন্দরে একাংশের ক্ষোভ দেখা দিয়েছে তা স্পষ্ট হয়েছে 21 তারিখ আলিপুরদুয়ারের বিজেপির জেলার সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা (Gangaprasad Sharma) তৃণমূলে যোগ দেওয়ার পরেই। যোগ দিয়েই তিনি উষ্মা প্রকাশ করে বলেন, জেলার “নেতাদের পাত্তা দেন না বিজেপির শীর্ষ নেতৃত্ব। বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারীর বদলে মনোজ টিগ্গাকে স্বীকৃতি দেওয়া উচিত ছিল”। এই মন্তব্যের পরে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে মাদারিহাটের বিজেপি বিধায়কের দফায় দফায় ‘সৌজন্য সাক্ষাৎ’ ঘিরেও জল্পনা রাজনৈতিক মহলে।

Related articles

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...

বাংলা বিদ্বেষীকে পাশে বসিয়ে বাঙালি প্রেম! মোদির দ্বিচারিতাকে ধুইয়ে দিল তৃণমূল

বাংলায় এলেই বাংলা ভাষায় বক্তৃতা। এ তো নরেন্দ্র মোদির রেওয়াজ হয়েছেই। সম্প্রতি তিনি উত্তর ভারতের গোবলয়ের দেব-দেবী ছেড়ে...

রায় বেরোনোর পরেই জয়েন্টের তালিকা প্রকাশ: বোর্ডের কৃতিত্বে আনন্দ প্রকাশ মুখ্যমন্ত্রীর

কলকাতা হাই কোর্ট ওবিসি সংক্রান্ত যে জট দীর্ঘদিন ধরে পাকিয়ে রাখার চেষ্টা করে চলেছিল, শুক্রবার তা প্রতিহত হয়...

বাঙালি স্বাধীনতা সংগ্রামীর পেনশনের আবেদনও খারিজ! আদালতে মুখ পুড়ল কেন্দ্রের

ইতিহাসকে বিকৃত করার বিজেপি-আরএসএসের যৌথ পরিকল্পনায় চরম দুর্দশা বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের। নরেন্দ্র মোদি মুখে বাঙালি বিপ্লবীদের নাম নিলেও...
Exit mobile version