মিমির (Mimi Chakraborty) মতো লাভলির (Lovely Moitro) চোখেও ধুলো দিয়েছিল কসবা ভ্যাকসিন কাণ্ডে (Kasba Vaccine Case) ধৃত ভুয়ো IAS দেবাঞ্জন দেব। সম্প্রতি, সোনারপুর দক্ষিণের (Dinajpur Dakshin) তৃণমূল বিধায়ক (TMC MLA) তথা অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করেছিলেন দেবাঞ্জন। এবং সকলের মতো লাভলিকেও মিথ্যা পরিচয় দিয়েছিল সে। এই মহামারি আবহে মানুষের জন্য কিছু কাজ করতে চান, তাই লাভলির সঙ্গে দেখা করে সোনারপুর অঞ্চলে গরিব মানুষের মধ্যে মাস্ক, স্যানিটাইজার বিলি করার কথা বলেছিল ভুয়ো IAS. সাদা-সরল মনে তা বিশ্বাস করে নেন লাভলি। এবং এমন জনকল্যাণমূলক কর্মসূচির অনুমতি দেন। কিন্তু দেবাঞ্জন দেবের কীর্তি সামনে আসতেই চমকে ওঠেন তিনি। গ্রেফতার হওয়ার পর লাভলি খবর দেখে চিনতে পারেন ভুয়ো IAS-কে।
আরও পড়ুন-রাজ্যপাল পদ থেকে ধনকড়কে সরাতে এবার বিধানসভায় প্রস্তাব আনার ভাবনা তৃণমূলের
অন্যদিকে, মুচিপাড়া থানায় (Muchipara PS) ভুয়ো ভ্যাকসিন দেওয়ার অভিযোগ তুলে দেবাঞ্জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডাঃ শান্তনু সেন (Santanu Sen)। তাঁর অভিযোগ, “এই ভুয়ো IAS দেবাঞ্জনকে আমি আগে কখনও দেখিনি। আমার সঙ্গে কোনও আলাপ ছিল না। আমি তাকে চিনি না। তবে ছবি সামনে আসতে বুঝতে পারি এই লোকটি বিভিন্ন অনুষ্ঠানে আমাদের পাশে গিয়ে দাঁড়িয়ে ছবি তুলতো। কিন্তু তার সঙ্গে কোনও সম্পর্ক আমাদের নেই।”