ইয়াস ক্ষতিগ্রস্ত দিঘায় ত্রাণ বিলি করল রামকৃষ্ণ মেডিকেল কমপ্লেক্স

ঘূর্ণিঝড় ইয়াস এর জেরে মারাত্মক ক্ষতি হয়েছে পূর্ব মেদিনীপুরের দিঘাসহ বিস্তীর্ণ এলাকা। এই পরিস্থিতিতে রামকৃষ্ণ মেডিকেল কমপ্লেক্সের পক্ষ থেকে শুক্রবার ইয়াস বিধ্বস্ত দিঘায় কয়েক’শো মানুষের হাতে খাদ্যসামগ্রী ও বস্ত্র তুলে দেওয়া হল।

ইয়াসে ক্ষতিগ্রস্ত মানুষদের কাছে পৌঁছে দেওয়া হল চাল, চিড়ে, চিনি, ছাতু, আলু, দুধের প্যাকেট, জল, বিস্কুট, দেশলাই, ডাল, ব্লিচিং পাউডার, সাবান। সংস্থার তরফে প্রায় ১১০ জন দুঃস্থের হাতে এই দ্রব্য তুলে দেওয়া হয়েছে। রামকৃষ্ণ মেডিকেল কমপ্লেক্সের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সবাই ।

Previous articleতৃণমূল ভবনে মমতার ঘরের চিলেকোঠায় উদ্ধার লক্ষ্মী পেঁচা
Next articleবার্লা ও সৌমিত্রের বিরুদ্ধে আরামবাগ থানায় অভিযোগ দায়ের