তৃণমূল ভবনে মমতার ঘরের চিলেকোঠায় উদ্ধার লক্ষ্মী পেঁচা

শুরু হয়েছে বাইপাসের ধারের তৃণমূল ভবন সংষ্কারের কাজ। চলছে নথি, আসবাবপত্র সরানোর কাজ। সেই কাজেই শুক্রবার তৃণমূল ভবন থেকে উদ্ধার হল একটি লক্ষ্মী পেঁচা (Brown Owl)। ওখানেই বাসা বেঁধেছিল সেটি। ডানায় সামান্য আঘাত রয়েছে। বনদফতরের কর্মীদের ডেকে পেঁচাটিকে তুলে দেওয়া হয়েছে বলে খবর।

তৃণমূল ভবন নতুন করে নির্মাণের জন্য আসবাব ও কাগজপত্র সরানোর কাজ শুরু হয়েছে। জানা গিয়েছে, বহুদিন ধরেই সে চিলেকোঠায় বাসা বেঁধে ছিল। এরপর বন দফতরের কর্মীদের খবর দেন ভবনের কর্মীরা। বন দফতরের কর্মীরা এসে দেখেন, ডানায় গুরুতর আঘাত পেয়েছে পেঁচাটি। সম্ভবত চিনা মাঞ্জায় তার ডানা কেটে গিয়েছে। ব্রাউন আউল বলে পরিচিত এই লক্ষ্মী পেঁচা। এর বৈজ্ঞানিক নাম কমন বার্ন আউল। সল্টলেকের (Salt Lake) বনদপ্তরে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য।

আরও পড়ুন- ভাষণ নিয়ে রাজ্যের সঙ্গে বিবাদে যেতে আস্তিন গোটাচ্ছেন ধনকড়

 

Previous articleভাষণ নিয়ে রাজ্যের সঙ্গে বিবাদে যেতে আস্তিন গোটাচ্ছেন ধনকড়
Next articleইয়াস ক্ষতিগ্রস্ত দিঘায় ত্রাণ বিলি করল রামকৃষ্ণ মেডিকেল কমপ্লেক্স