স্পেনের বিরুদ্ধে নামার আগে বড় ধাক্কা ক্রোয়েশিয়া শিবিরে, করোনায় আক্রান্ত ইভান পেরিসিচ

ইউরো কাপে ( euro cup)করোনার( corona) থাবা। করোনায় আক্রান্ত ক্রোয়েশিয়ার ফুটবলার ইভান পেরিসিচ( Ivan Perisic)। শনিবার সন্ধ্যায় করোনায় আক্রান্ত হন তিনি। আগামী ১০ দিন কোয়ারেন্টাইনে থাকবেন ইভান। প্রি-কোয়ার্টার ফাইনালে হাইভল্টেজ ম‍্যাচে স্পেনের বিরুদ্ধে খেলতে পারবেন না তিনি। এই ম‍্যাচের ইভানের দলে না থাকায় চিন্তায় ক্রোয়েশিয়া শিবির।

এই নিয়ে ক্রোয়েশিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন নিজেদের বিবৃতিতে লিখেছে, “সন্ধ্যেবেলা নাগাদ নিয়মিত পরীক্ষার রেজাল্ট পাওয়ার পর দেখা গিয়েছে, জাতীয় দলের সদস্য ইভান পেরিসিচ করোনা পজিটিভ। জাতীয় দলের মেডিকাল পরিষেবা ইভানকে পৃথক করে রেখেছে।  সঙ্গে সঙ্গে তাঁকে নিভৃতবাসে পাঠানো হয়েছে। চিকিৎসকরা সব রকম ব্যবস্থা করছে। কোনও ভাবেই যাতে দলের বাকিদের মধ্যে সংক্রমণ না ছড়িয়ে পড়ে সেই দিকেও নজর দেওয়া হয়েছে।”

আরও পড়ুন:ওয়েলসের বিরুদ্ধে দুরন্ত জয় পেয়ে শেষ আটে ডেনমার্ক

 

Previous articleম্যাচের আগেই কেলেঙ্কারি,আজব কারণে উড়ল না প্লেন!
Next article‘মন কি বাত’ নিয়ে মোদিকে খোঁচা রাহুলের, বললেন, ‘দেশবাসীর কাছে আগে ভ্যাকসিন পৌঁছে দিন’