‘মন কি বাত’ নিয়ে মোদিকে খোঁচা রাহুলের, বললেন, ‘দেশবাসীর কাছে আগে ভ্যাকসিন পৌঁছে দিন’

নরেন্দ্র মোদি, রাহুল গান্ধী (ফাইল ছবি)

করোনারভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের মাঝে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মন কি বাত’ অনুষ্ঠানের মাধ্যমে দেশবাসীকে বার্তা দিয়েছেন। এই অনুষ্ঠান শুরু হওয়ার কিছুক্ষণ আগে একটি ট্যুইট করেছে কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ফের মোদি খোঁচা দিয়েছেন ‘মন কি বাত’ নিয়ে।

আরও পড়ুন-উত্তরপ্রদেশ ভোট: বিজেপির স্বস্তি, বিরোধী শিবির ছত্রভঙ্গ?

মোদির ‘মন কি বাত’ অনুষ্ঠানটি ৭৮ তম সংস্করণ। এই কর্সূচির কিছুক্ষণ আগেই মোদিকে খোঁচা দিয়ে রাহুল বলেছেন, “প্রত্যেক দেশবাসীর কাছে ভ্যাকসিন পৌঁছে দিন, পরে চাইলে ‘মন কি বাত’ শুনিয়ে দিন”। এর আগেও বহুবার ভ্যাকসিন নিয়ে সরব হতে দেখা গিয়েছে কংগ্রেস নেতাকে।

রাহুল গান্ধী একটি ভিডিও পোস্ট করে ট্যুইট করেছেন।

 

Previous articleস্পেনের বিরুদ্ধে নামার আগে বড় ধাক্কা ক্রোয়েশিয়া শিবিরে, করোনায় আক্রান্ত ইভান পেরিসিচ
Next articleলাদাখ সীমান্ত পরিস্থিতি খতিয়ে দেখতে নিয়ন্ত্রণ রেখায় রাজনাথ সিং