দৈনিক টিকাকরণের শীর্ষে রাজ্য,এই প্রথম ১ দিনে ৪ লক্ষাধিক টিকা প্রদান

করোনার সংক্রমণ রুখতে বিধিনিষেধ চালু করার পাশাপাশি টিকাকরণেও সমান গুরুত্ব দিয়েছে রাজ্য সরকার। চলতি বছরের জানুয়ারিতে টিকাকরণ শুরু হওয়ার পর এই প্রথম রাজ্যে ১ দিনে ৪ লক্ষাধিক টিকা দেওয়া হল। সেই সঙ্গে করোনায় নতুন সংক্রমণের সংখ্যা আরও কিছুটা কমল।
রাজ্যের স্বাস্থ্য দফতর প্রকাশিত শনিবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৯৪ জন। তার মধ্যে উত্তর ২৪ পরগনার বাসিন্দা ২২৯ জন। কলকাতায় ১৭৬ জনের দেহে সংক্রমণ ছড়িয়েছে।সব মিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে মোট ১৪ লক্ষ ৯৩ হাজার ১১৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর।

শনিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক যে পরিসংখ্যান প্রকাশ করেছে সেই অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে মোট ৪ লক্ষ ১৭ হাজার ৬১১ জনকে টিকা দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, চলতি বছরের ১৬ জানুয়ারি দেশ জুড়ে টিকাকরণ কর্মসূচি শুরু হয়েছিল। ওই দিন থেকে অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গেও তা চালু হয়। এখনও পর্যন্ত এটিই সর্বোচ্চ টিকাকরণ বলে স্বাস্থ্য দফতর জানিয়েছে।

স্বাস্থ্য দফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ৫৫ হাজার ৩৪৮টি কোভিড টেস্ট হয়েছে। তবে নতুন সংক্রমণ কিছুটা নিম্নমুখী হলেও এর দৈনিক হার সামান্য বেড়ে হয়েছে ৩.৪৯ শতাংশ। যদিও সংক্রমণের মোট হার কমে দাঁড়িয়েছে ১০.৬৬ শতাংশে।

কোভিডের কারণে গত ২৪ ঘণ্টায় রাজ্যে মাত্র ৩২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর।