Sunday, August 24, 2025

কৈলাসকে বিজেপির রাজ্য কমিটির বৈঠকে যোগ দিতে নিষেধ বিএল সন্তোষের!

Date:

তিনি ছিলেন বিজেপির পশ্চিমবঙ্গের পরিদর্শক। অথচ বিধানসভা নির্বাচন শেষ হয়ে যাওয়ার পরে তাঁর বিরুদ্ধে দলের অন্দরে যে পরিমাণ ক্ষোভ জমতে শুরু করেছে, তাতে তাঁকে দলের রাজ্য কার্যকারিনী সভাতে উপস্থিত থাকতেই বারণ করলেন বিজেপির (Bjp) সাংগঠনিক সম্পাদক বি এল সন্তোষ (Bl Santosh)। এই পরিস্থিতিতে কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijaybargya) ঠিক কোথায় তাই নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে।

মঙ্গলবার, হেস্টিংসে বিজেপির রাজ্যস্তরের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে যেমন চোখে পড়ে রাজীব বন্দ্যোপাধ্যায়ের (Rajib Banerjee) অনুপস্থিতি। তেমনই জল্পনা তৈরি হয় কৈলাস বিজয়বর্গীয় না আসা নিয়েও। সূত্রের খবর, তাঁকে আসতেই বারণ করে দিয়েছিলেন বিএল সন্তোষ। কারণ পশ্চিমবঙ্গে বিজেপির এই হারের জন্য অনেকেই দায়ী করেছেন কৈলাস বিজয়বর্গীয়কে। তাঁর বিরুদ্ধে ইতিমধ্যেই মিছিল হয়েছে। ‘গো ব্যাক’ কৈলাস বলে পোস্টার (Poster) পড়েছে কলকাতা-সহ বিভিন্ন জেলায়। দলে চূড়ান্ত ক্ষোভ জমেছে। ফলে তিনি যদি সশরীরে উপস্থিত থাকতেন তাহলে বিক্ষোভ-বিশৃঙ্খলা দেখা দেওয়ার আশঙ্কা ছিল। এমনকী, তিনি যদি ভার্চুয়ালি বৈঠকে থাকতেন সেখানেও তাঁর বিরুদ্ধে অভিযোগ এবং বাকবিতণ্ডায় বৈঠকের পরিবেশ নষ্ট হতে পারত। এই আশঙ্কার কথা ভেবেই তাঁকে সরাসরি বৈঠকে যোগ দিতে বারণ করে দেওয়া হয়েছিল বলে বিজেপি সূত্রে খবর।

এই পরিস্থিতিতে কোথায় কৈলাস বিজয়বর্গীয়? বিজেপির একটা মহলের দাবি, বৈঠকে যোগ দিতে তিনি কলকাতায় পৌঁছে গিয়েছিলেন। কিন্তু নিষেধ থাকার কারণে বৈঠকে যোগ দিতে পারেননি। আবার অন্য দলের অবশ্য মতে, তিনি দিল্লিতেই আছেন। তাঁর বিরুদ্ধে দলের মনোভাব বুঝেই আর কলকাতার দিকে পা বাড়াননি কৈলাস। তবে বিজেপির একটা সূত্রের দাবি, চেন্নাইতে তাঁর স্ত্রীর চিকিৎসা চলছে। এখন সেখানে রয়েছেন বিজয়বর্গীয়। তবে, কৈলাস যেখানেই থাকুন তাঁর বিরুদ্ধে ক্ষোভ যে পর্বত সমান তা এদিন বৈঠকে তাঁকে আসতে নিষেধ করার খবরেই স্পষ্ট।

 

Related articles

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...

থিম ভাষা-সন্ত্রাস ও বাংলা-বিদ্বেষ! জোর প্রস্তুতি তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের 

২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে ঘিরে চলছে জোরকদমে প্রস্তুতি। আবারও ছাত্র-ছাত্রীদের ঢল নামতে চলেছে কলকাতায়। পাহাড়...

যোগীরাজ্যে দলিত ইঞ্জিনিয়ারকে জুতোপেটা বিজেপি নেতার! ভাইরাল ভিডিও

সংবিধান রক্ষার বুলি আওড়ালেও বাস্তবে দলিত–আদিবাসীদের প্রতি ঘৃণা আর বৈষম্যই প্রকাশ পাচ্ছে বিজেপির শাসনে। যোগীরাজ্যে বিদ্যুৎ দফতরের এক...
Exit mobile version