Saturday, January 10, 2026

মুকুল রায়ের শরণ নিয়েও ত্রিপল- চুরিতে রক্ষাকবচ পেলেন না শুভেন্দু

Date:

Share post:

একদিকে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন, অন্যদিকে সেই মুকুল রায়কেই ঢাল বানিয়ে মামলা থেকে বাঁচতেও চাইছেন শুভেন্দু অধিকারী ৷

কাঁথি পুরসভার ত্রিপল-চুরির মামলার শুনানিতে মঙ্গলবার হাইকোর্টে শুভেন্দু অধিকারীর আইনজীবী দফায় দফায় টেনে আনেন মুকুল রায়ের নাম৷ এদিন তিনি সওয়ালে বলেন, ” কাঁথি পুরসভার সঙ্গে শুভেন্দু’র কোনও সম্পর্কই নেই। তাঁর বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এই রাজ্যে শাসক দলের সঙ্গ যারাই ত্যাগ করবেন, রাজ্য সরকার তাঁদের প্রত্যেকের বিরুদ্ধেই মিথ্যা মামলা দায়ের করে”৷ এর পরই শুভেন্দু’র তরফে বলা হয়, “মুকুল রায় তৃনমূল কংগ্রেস ছাড়ার পর তাঁর বিরুদ্ধে ২৫০-র বেশি মামলা দায়ের করে এই সরকার। মুকুল রায় রেলমন্ত্রী পদ ছাড়ার ৬ বছর বাদেও তাঁর বিরুদ্ধে রেল সংক্রান্ত মামলা করেছিলো রাজ্য সরকার। মুকুল রায় থেকে শুভেন্দু অধিকারী, তৃণমূল যারা ত্যাগ করেছেন, এই সরকার মিথ্যা মামলায় বার বার তাঁদের ফাঁসিয়েছে, হয়রানি করাই তাঁদের লক্ষ্য৷” রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল এই বক্তব্যের প্রতিবাদ করেন৷
তবে মুকুল-শরন নিলেও এদিন কাঁথি পুরসভার ত্রিপল-চুরির ঘটনায় হাইকোর্টে কোনও রক্ষাকবচ পেলেন না বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এবং তাঁর ভাই সৌমেন্দু অধিকারী। এই দু’জন মামলায় স্থগিতাদেশ চেয়ে আবেদন জানিয়েছিলেন আদালতে। বিচারপতি কৌশিক চন্দ’র এজলাসে ফের আগামীকাল, বুধবার শুনানি হবে এই ত্রিপল-চুরির মামলার৷

প্রসঙ্গত, দুর্গতদের দেওয়ার জন্য কাঁথি পুরসভার গোডাউনে রাখা ছিলো লক্ষ টাকার সরকারি ত্রিপল৷ কাঁথি পুরসভার গোডাউন থেকে সেই ত্রাণের ত্রিপল লুঠের অভিযোগ এনে শুভেন্দু অধিকারী এবং সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে FIR করেন ওই পুরসভারই এক প্রশাসক৷ পুলিশ তদন্তে নামে৷ ওদিকে অধিকারী- ভাইরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন এই FIR খারিজের আর্জি নিয়ে৷

আরও পড়ুন:কেলেঙ্কারির তথ্য প্রমাণ দিয়ে রাজ্যপালকে খোঁচা মহুয়ার ,’আঙ্কেলজি, এটা কি সাংবিধানিক?’

এই মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ চেয়ে আবেদন জানিয়েছিলেন অধিকারীরা। কলকাতা হাইকোর্ট এদিনও রক্ষাকবচ দিতে রাজি হয়নি। এর অর্থ, শুভেন্দু বা সৌমেন্দু গ্রেফতারি এড়াতে এদিনও কোনও আইনি ঢাল পাননি৷ বুধবার মামলার পরবর্তী শুনানি হবে বলে জানিয়েছেন বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চ। এর ফলে বুধবারের শুনানির আগে শুভেন্দু বা সৌমেন্দুর বিরুদ্ধে পদক্ষেপও করতে পারে পুলিশ।

 

spot_img

Related articles

ইরানে ইন্টারনেট থেকে ল্যান্ডলাইন বন্ধ করেও আন্দোলন থামেনি: ইঙ্গিত, ফিরছেন পাহলভি

ইরানে খামেনেই প্রশাসনের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত। দেশের আর্থিক সংকট, মূল্যবৃদ্ধি ও পর্যাপ্ত সরকারি পরিষেবা না মেলার প্রতিবাদে পথে...

ভারতকে চাপে ফেলতে গিয়ে বেসামাল বাংলাদেশ, বোর্ডের বিরুদ্ধে সরব ক্রিকেটাররা

বিশ্বকাপ শুরু হতে একমাসও বাকি নেই। ভারতকে চাপে ফেলতে গিয়ে বাংলাদেশ ক্রিকেটেই(Bangladesh Cricket) গৃহযুদ্ধ।  বাংলাদেশের ক্রিকেটাররা এখনও জানেন...

আজ সোনা রুপোর দাম কত, জেনে নিন এক ঝলকে

১০ জানুয়ারি (শনিবার) ২০২৬ ১ গ্রাম ১০ গ্রাম পাকা সোনার বাট ১৩৭৬০ ₹ ১৩৭৬০০ ₹ খুচরো পাকা সোনা ১৩৮২৫...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

১০ জানুয়ারি (শনিবার), ২০২৬ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...