ভুয়ো ভ্যাকসিন নিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন যাদবপুরের তৃণমূলের সাংসদ মিমি চক্রবর্তী। আগের তুলোনায় অনেকটাই সুস্থ অভিনেত্রী। একথা নিজেই জানিয়েছেন মিমি। বুধবার ইন্সটাগ্রামে একগুচ্ছ লিলি ফুলের ছবি পোস্ট করে সাংসদ নিজের ভালো থাকার কথা জানিয়েছেন। মিমি লিখেছেন, “আপনারা যদি জানতে চান, দিনগুলো কতটা খারাপ কেটেছিল? আমি বলব, এই ঘটনায় শারীরিক ও মানসিক ভাবে যন্ত্রণার শিকার হয়েছি আমি।”
মিমি বলছেন, সবার ভালবাসা, প্রার্থনাতেই তিনি সুস্থ হয়ে উঠেছেন। চিকিৎসকের দেওয়া ওষুধে আগের তুলনায় অনেকটাই ভালো আছেন তিনি। চিকিৎসক জানিয়েছেন, খুব শীঘ্রই তাঁর গলব্লাডারের সমস্যাও কমে যাবে। মিমি সোশ্যাল মিডিয়ায় তাঁর অনুরাগীদের উদ্দেশে লেখেন, ‘আমার জন্য ভেবেছেন, আমার জন্য সবাই অনবরত প্রার্থনা করেছেন। আমি কৃতজ্ঞ সবার কাছে।’
গত সোমবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, মিমির সঙ্গে তাঁর কথা হয়েছে। সাংসদের শারীরিক অবস্থা আগের থেকে কিছুটা ভালো আছে। মিমির আগে থেকেই গলব্লাডারের সমস্যা ছিল। সেই কারণেই অভিনেত্রী অসুস্থ হয়ে পড়েছিলেন বলে জানিয়েছিলেন তৃণমূল নেত্রী।
আরও পড়ুন-আফগানিস্তানে ভারতীয়দের অপহরণের ষড়যন্ত্র, সতর্কবার্তা জারি করল কাবুল দূতাবাস
উল্লেখ্য, কসবার ভুয়ো টিকাকরণ শিবির থেকে টিকা নিয়েছিলেন মিমি চক্রবর্তী। ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছিলেন তিনি। তারপরই খবর মেলে ওই ক্যাম্পের সরকারি অনুমোদন ছিল না। ভুয়ো IAS অফিসার দেবাঞ্জন দেবকে গ্রেফতারও করেছে পুলিশ। টিকা নেওয়ার পরে বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে মিমি জানিয়েছিলেন তাঁর শারীরিক অবস্থা ঠিক আছে। কিন্তু শুক্রবার রাত থেকেই তিনি অসুস্থ হয়ে পড়েন। যদিও এখনও মিমি নিজে জানিয়েছেন তিনি আগের থেকে অনেকটাই সুস্থ।