রাজীব খেলরত্ন: দৌড়ে যাঁরা এগিয়ে

আগামী ২৯ আগস্ট হকির জাদুকর কিংবদন্তি ধ্যানচাঁদের (Dhyanchand) জন্মবার্ষিকী। এই বিশেষ দিনটিকে স্মরণে রাখতে দেশজুড়ে জাতীয় ক্রীড়া দিবস (National Sports Day) পালিত হয়। ধ্যানচাঁদের জন্মদিনের কয়েক দিন আগে কেন্দ্রীয় সরকারের ক্রীড়ামন্ত্রক ঘোষণা করবে এবারের রাজীব গান্ধী খেলরত্ন (Rajiv Gandhi Khel Ratna) প্রাপকের নাম। ওইদিন অর্জুন (Arjun) এবং দ্রোণাচার্য (Dronachariya) পুরস্কারও দেওয়া হবে। ধ্যানচাঁদ পুরস্কার প্রাপকদের নামও জানিয়ে দেওয়া হবে আগস্টের মাঝামাঝি।

এবার রাজীব খেলরত্নের জন্য বিসিসিআই (BCCI) পাঠিয়েছে রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Aswin) ও মিতালি রাজের (Mithali Raj) নাম। এই পুরস্কারের জন্য রবিচন্দ্রন অশ্বিনের লড়াই দেশের এক নম্বর টেবল টেনিস (TT) খেলোয়াড় শরৎ কমলের (Sarat Kamal) সঙ্গে। টিটিএফআই (TTFI) শরৎ কমলের নাম পাঠিয়েছে। ২০১৮ সালে এশিয়ান গেমসে মণিকা বাত্রার (Manika Barta) সঙ্গে জুটি বেঁধে জিতেছিলেন ব্রোঞ্জ তিনি। গতবার খেলরত্ন পেয়েছিলেন মণিকা। তাই এবার শরৎ এই পুরস্কারের বড় দাবিদার। খেলরত্ন পুরস্কারের জন্য সুনীল ছেত্রীর (Sunil Chetri) নাম সুপারিশ করা হয়েছে এআইএফএফ (AIFF)-এর তরফে।

Previous articleপিতৃবিয়োগের পর এবার মাতৃবিয়োগ বিজেপির শমীকের
Next articleউইম্বলডনে সহজ জয়ে তৃতীয় রাউন্ডে জোকোভিচ