এবার অ্যান্টিবডি ককটেলের পরীক্ষামূলক প্রয়োগের সিদ্ধান্ত স্বাস্থ্য দফতরের, হবে ৪ টি সরকারি হাসপাতালে

Date:

Share post:

আগামী ৩-৪ মাসের মধ্যে ভারতে করোনাভাইরাসের তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এখন সামান্য হলেও দেশে কমেছে করোনা আক্রান্তের সংখ্যা। কমছে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যাও। পশ্চিমবঙ্গেও করোনা সংক্রমিতের গ্রাফ নিম্নমুখী। তার মধ্যেই অ্যান্টিবডি ককটেলের পরীক্ষামূলক প্রয়োগের সিদ্ধান্ত নিল রাজ্য স্বাস্থ্য দফতর।

সূত্রের খবর, চারটি হাসপাতাল কলকাতা মেডিক্যাল কলেজ, বেলেঘাটা আইডি, এমআর বাঙুর, শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালের তত্ত্বাবধানে হবে পরীক্ষামূলক প্রয়োগ। তবে কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠানে এর প্রয়োগ হচ্ছে। সরকার পরীক্ষামূলক প্রয়োগের ফল নথিভুক্ত করতে চাইছে। পরে করোনা চিকিৎসার প্রোটোকলে অন্তর্ভুক্ত করার ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। সেই কারণেই পরীক্ষামূলক প্রয়োগের সিদ্ধান্ত রাজ্য স্বাস্থ্য দফতরের। এটি করোনা হওয়ার ঝুঁকি রয়েছে কিংবা মৃদু উপসর্গে এর প্রয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চিকিৎসক ধৃতিমান মৈত্র জানিয়েছেন, “এটা রাজ্যে ট্রায়ালের ভিত্তিতেই শুরু হচ্ছে। Casirivimab ও Imdevimab মোনোক্লোনাল অ্যান্টিবডি। মোনোক্লোনাল অ্যান্টিবডি কৃত্রিমভাবে ল্যাবে তৈরি করা হয়েছে। যা নির্দিষ্টভাবে SARS-CoV-2 এর বিরুদ্ধে প্রয়োগ করা হয়। অ্যান্টিবডি এক ধরনের প্রোটিন। যা শরীরে রোগ প্রতিরোধ করতে নিজে থেকে তৈরি করে। এখনও পর্যন্ত মানবদেহে প্রয়োগে ইতিবাচক ফল পাওয়া গিয়েছে। এই ককটেলের প্রতিটি ডোজের দাম পড়বে ৫৯ হাজার থেকে ৬০ হাজার টাকা। Roche এবং সিপলা এই কোম্পানি এটা তৈরি করেছে। এক একটি ভায়ালের থেকে দু’জন রোগীকে এটি দেওয়া যাবে। এটি মানবদেহে চামড়ার মধ্যে দিতে হবে অথবা ভেনের মধ্যে দিতে হবে।”

আরও পড়ুন-ভুয়ো-ভ্যাকসিন মামলায় CBI-কেও নোটিশ পাঠাতে আবেদনকারীকে নির্দেশ হাইকোর্টের

চিকিৎসক ধৃতিমান মৈত্র আরও জানিয়েছেন, “এটি রোগীর দেহে প্রয়োগ করতে হলে বাড়িতে রেখে প্রয়োগ করা যাবে না। কারণ, অনেকসময় এই অ্যান্টিবডি দেহে প্রয়োগ করলে অ্যালার্জি হয়। তার জন্য হাসপাতালে ভর্তি করে এর চিকিৎসা হয়। এরপর ট্রায়াল হলে আরও ভালোভাবে জানা যাবে। এই ককটেল কতটা কাজ করছে।”

উল্লেখ্য, করোনা আক্রান্ত হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চিকিৎসায় ব্যবহৃত হয়েছিল এই ককটেল।

 

spot_img

Related articles

২৪ ঘণ্টা পার: উত্তরপ্রদেশে পাথরখনি ধসে আটকে ১৫ শ্রমিক! মৃত ২

নিয়ম না মেনে খনিতে বিস্ফোরণ ঘটানো। তার জেরে বড় সড় ধস উত্তরপ্রদেশের শোনভদ্রের পাথর খনিতে (stone quarry)। শুক্রবার...

লালকেল্লার কাছে বিস্ফোরণস্থলে সেনা কার্তুজ উদ্ধার! উৎস নিয়ে বাড়ছে ধোঁয়াশা 

দিল্লির লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের ঘটনায় (Car blast near Red fort) এবার এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এল। রবিবার...

বিহারে হঠাৎ বাড়ল ৩ লক্ষ ভোটার! কমিশনের তথ্যেই কারচুপি প্রমাণিত

বিহার নির্বাচনে বিজেপির অস্ত্র নির্বাচন কমিশন। বারবার নির্বাচনের আগে বিরোধী দলগুলি সেই অভিযোগেই সরব ছিল। বিহারে এসআইআর (Bihar...

বাংলাদেশের জেলে কাকদ্বীপের মৎস্যজীবীর রহস্যমৃত্যু, পরিকল্পনা করে খুন! অভিযোগ পরিবারের

'ভুলবশত' বাংলাদেশের আন্তর্জাতিক জলসীমা (Bangladesh water border) অতিক্রম করে প্রতিবেশী রাষ্ট্রে ঢুকে পড়েছিল কাকদ্বীপের মৎস্যজীবী। ৩২ বছরের বাবলু...