Wednesday, May 7, 2025

বিধানসভায় প্রবেশ নিষেধ বিজেপি বিধায়কদের কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষীদের, বাইরে তৈরি শামিয়ানা

Date:

ভোটের পর আজ, শুক্রবার নবনির্মিত বিধানসভার প্রথম অধিবেশন (Assembly Session)। যেখানে রাজ্যপাল (Governor) জগদীপ ধনকড়ের (Jaydeep Dhankar) প্রারম্ভিক ভাষণ দিয়ে বাজেট অধিবেশন শুরু হবে ঠিক দুপুর ২টোয়। তৃণমূল (TMC) যেমন নিজেদের সব বিধায়কদের ফ্লোরে হাজিরার জন্য হুইপ জারি করেছে। ঠিক একইভাবে বিরোধী বিজেপি বিধায়করাও (BJP MLA) প্রায় সকলেই এদিন বিধানসভায় হাজির থাকবেন বলে জানা গিয়েছে।

বিজেপির “বড়”-“মেজো”-“ছোট”, সব বিধায়কই কমবেশি কেন্দ্রীয় নিরাপত্তা (Central Security) পান। কেউ পান জেড। কেউ ওয়াই। খুব স্বাভাবিকভাবেই পেশাগত কারণে তাঁদের ছায়াসঙ্গী হিসেবে থাকা কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষীরা আজ থেকে শুরু হওয়া বাজেট অধিবেশনে যোগ দিতে বিজেপি বিধায়কদের সঙ্গেই থাকবেন। তবে বিধানসভা চত্বরে ঢোকার অনুমতি মিলছে না কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। যদিও তাঁদের বসার জন্য বাইরে তৈরি হয়েছে নীল-সাদা কাপড়ের বিশাল শামিয়ানা।

এর আগে গত ২৮ জুন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের (Speaker Biman Banarjee) ডাকা সর্বদল বৈঠকে বিধানসভার ভিতরে কেন্দ্রীয় বাহিনীর প্রবেশাধিকার চায় বিজেপির পরিষদীয় দল। তবে রাজ্য সরকারের পরিষদীয় মন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, রাজ্যের অনেক সাংসদকে পুলিশ নিরাপত্তা দেয়। কিন্তু সংসদ চত্বরে ঢুকতে দেওয়া হয় না তাঁদের। ঠিক তেমনই বিধানসভায় অনুমতি দেওয়া হবে না কেন্দ্রীয় বাহিনীকে। বিধানসভার বাইরে আলাদা ব্যবস্থা করে দেওয়া হবে।

উল্লেখ্য, এবার বাংলার হাইভোল্টেজ ভোটে ৭৭ জন জিতেছেন বিজেপির টিকিটে। এর মধ্যে সাংসদ থাকতে চেয়ে বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন নিশীথ প্রামাণিক ও জগন্নাথ সরকার। খাতায় কলমে বর্তমানে বিজেপির বিধায়ক ৭৫ জন। মুকুল রায় তৃণমূলে যোগ দেওয়ায় এখন বিজেপির বিধায়ক সংখ্যা ৭৪। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

 

Related articles

দেশের ঐক্য রক্ষায় শক্তিশালী আঘাতের জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ অভিষেকের, “সরাসরি রোগের বিরুদ্ধে লড়াইয়ের” ডাক

পাকিস্তান এবং পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটি উপর ভারতের সামরিক অভিযান। বুধবার মধ্যরাতে অপারেশন সিন্দুর-এ নয়টি ঘাঁটিতে আঘাত করা...

ভারতের প্রত্যাঘাত, সেনাবাহিনীকে কুর্ণিশ সচিন, ধওয়ানদের

মঙ্গলবার মাঝরাতে পাকিস্তানের মাটিতে প্রত্যাঘাত ভারতের(India)। ৯টি জঙ্গী ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী(Indian Defence)। “অপারেশন সিন্দুর”(Operation Sindoor) কার্যত...

৪৯৭ পেয়ে উচ্চমাধ্যমিকে প্রথম বর্ধমানের রূপায়ণ, চতুর্থ স্থানাধিকারী সৃজিতা মেয়েদের মধ্যে সেরা

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিক ২০২৫ এর ফলাফল। পাশের হারের নিরিখে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর (East Midnapore)। দ্বিতীয় স্থানে...

উচ্চ মাধ্যমিকে পাশের হার ৯০.৭৯ শতাংশ, এগিয়ে ছাত্ররা! শুভেচ্ছা শিক্ষামন্ত্রীর 

২০২৫ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার (Higher Secondary Result 2025) ফল প্রকাশিত হল। চলতি বছর পাশের হার ৯০.৭৯ শতাংশ। সোশ্যাল...
Exit mobile version