Thursday, December 25, 2025

গোপন-বৈঠক নিয়ে এবার RTI, বিপাকে তুষার মেহেতা – শুভেন্দু

Date:

Share post:

আর বোধহয় শাক দিয়ে মাছ ঢেকে রাখা সম্ভব হবেনা৷

নারদ-কাণ্ডের অভিযুক্ত রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে দেশের সলিসিটর জেনারেল তুষার মেহেতার ‘গোপন বৈঠক’ হয়েছে কি’না জানতে এবার RTI বা তথ্য জানার অধিকার আইনে আবেদন জমা পড়েছে৷ এই আর্জি জানিয়েছেন বিশিষ্ট সমাজকর্মী সাকেত গোখলে৷

কেন্দ্রীয় তদন্তকারী সংংস্থা যাকে অভিযুক্ত চিহ্নিত করেছে, সেই শুভেন্দু’র সঙ্গে CBI-এর প্রধান আইনজীবী তথা
সলিসিটর জেনারেলের বৈঠক নিয়ে দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ মেহেতার ভূমিকা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে৷ ইতিমধ্যেই মেহেতার ইস্তফা দাবি করেছে তৃণমূল৷ রাষ্ট্রপতির কাছে সলিসিটর জেনারেলের অপসারণও দাবি করা হয়েছে৷ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মেহেতার বাড়ির সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ প্রকাশের দাবি জানিয়েছেন৷
এর পর, শনিবার, বিশিষ্ট সমাজকর্মী সাকেত গোখলে RTI আইনে
আবেদন দাখিল করেছেন৷ গৈখলে তাঁ আবেদনে লিখেছেন, দেশের সলিসিটর- জেনারেল তুষার মেহেতা এবং বিজেপি নেতা তথা নারদ-কাণ্ডে অভিযুক্ত শুভেন্দু অধিকারীর মধ্যে গত ১জুলাই যে বৈঠকটি হয়েছে, তা নিতান্তই এক আইনজীবীর সঙ্গে মক্কেলের বৈঠকের মতো স্বাভাবিক বৈঠক হতে পারেনা৷
কেন্দ্রীয় আইন ও বিচারমন্ত্রকের যুগ্মসচিব অঞ্জু রাঠি রাণার কাছে সাকেত গোখলে জানতে চেয়েছেন –

১) দেশের আইনমন্ত্রক কি ইতিমধ্যেই দেশের সলিসিটর জেনারেল তুষার মেহেতা এবং বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর মধ্যে গত ১ জুলাইয়ের বৈঠকটি নিয়ে প্রাথমিক কোনও তদন্ত শুরু করেছে ?

২) তুষার মেহেতা’র কাছে এ বিষয়ে কোনও শো- কজ নোটিশ পাঠানো হয়েছে ?

৩) তুষার মেহেতা কি ইতিমধ্যেই কেন্দ্রীয় আইনমন্ত্রক বা অন্য কোনও কেন্দ্রীয় মন্ত্রকের কাছে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে গোপন বৈঠকটি নিয়ে নিজের বক্তব্য জানিয়েছেন ?

৪) দয়া করে জানাবেন:
• গত ১ জুলাই, মেহেতার বাসভবনে শুভেন্দু- মেহেতা বৈঠক নিয়ে আইনমন্ত্রকের অনুমোদন ছিলো ?

• এই বৈঠকটি কি আগাম নির্দিষ্ট করা কর্মসূচি হিসাবে নথিভুক্ত ছিলো ?

• শুভেন্দু- মেহেতা বৈঠকটি হয়েছে কি’না ?

• শুভেন্দুর মেহেতার বাসভবনে যাওয়া, দেখা করা এবং বৈঠক সংক্রান্ত ভিডিও ফুটেজ কি মন্ত্রকের তরফে তলব করা হয়েছে ?

তুষার মেহেতার সঙ্গে গোপন বৈঠক করে শুভেন্দু অধিকারী এখন প্যাঁচে পড়েছেন বলেই মন্তব্য করেছে রাজনৈতিক মহল৷ RTI- এ উত্তর পাওয়া গেলে অথবা পাওয়া না গেলে, ঘটনাটি আদালত পর্যন্ত যেতে পারে বলে ধারনা আইনি মহলের৷

আরও পড়ুন- রাফাল দুর্নীতি: ফ্রান্স ময়দানে নামতেই জেপিসি তদন্তের দাবি কংগ্রেসের

spot_img

Related articles

বড়দিনে কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড! ভস্মীভূত অন্তত ৫০টি ঝুপড়ি

বড়দিনের আনন্দ মুহূর্তে বিষাদে পরিণত হল খাস কলকাতায়। বৃহস্পতিবার বিকেলে গার্ডেনরিচের পাহাড়পুর এলাকায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল...

প্রেমে প্রত্যাখ্যান! তরুণীকে বিষ খাইয়ে খুন প্রেমিকের

প্রেমের প্রস্তাবে (love proposal) রাজি না হওয়ায় তরুণীকে বিষ খাইয়ে খুনের অভিযোগ উঠল দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে। মৃত...

বিরাটের খেলা দেখতে গাছে দর্শক, রোহিতের প্রণাম ভক্তের

আন্তর্জাতিক ম্যাচ হোক ঘরোয়া ক্রিকেট, বিরাট কোহলি-রোহিত শর্মার(Virat Kohli -Rohit Sharma) যেখানেই খেলবেন জনপ্রিয়তার গ্রাফ থাকবে উপরের দিকে।...

প্রয়াত জঙ্গলমহলের ‘মাস্টারমশাই’ উপেন্দ্র কিস্কু

দীর্ঘ রাজনৈতিক জীবনের ইতি। প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বামনেতা উপেন্দ্র কিস্কু (Upendra Kisku)। বুধবার রাতে বাঁকুড়ার (Bankura)...